রবিবার, ৮ ডিসেম্বর ২০১৩
ফ্রান্স, এ-ইউ সৈন্য বাড়াচ্ছে আফ্রিকান রিপাবলিকে
Home Page » বিশ্ব » ফ্রান্স, এ-ইউ সৈন্য বাড়াচ্ছে আফ্রিকান রিপাবলিকেসেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক দাঙ্গা থামিয়ে শান্তি ফিরিয়ে আনতে সৈন্য সংখ্যা বাড়াচ্ছে ফ্রান্স।
বর্তমানে এক হাজার ছয়’শ ফরাসী সৈন্য সেদেশের রাজধানীসহ বিভিন্ন শহরে অবস্থান করছে। দেশটির উত্তরের শহর বোসাংগোয়া, যেখানে খ্রিষ্টান ও মুসলিমদের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে সেখানেও পৌঁছেছে ফরাসী সৈন্যরা। ফরাসী সৈন্য বৃদ্ধির পাশাপাশি আফ্রিকান ইউনিয়ন বা এ-ইউ’ও তাদের সৈন্য সংখ্যা বাড়িয়ে ছয় হাজার করবে বলে জানিয়েছে। সেখানে বর্তমানে এইউ-এর আড়াই হাজার সৈন্য মোতায়েন রয়েছে। গত তিন দিনের সহিংসতায় কেবলমাত্র রাজধানী বাংগুইতেই প্রায় ৩৯৪ জন মারা গেছে বলে জানিয়েছে রেডক্রস। সাংবাদিকদের দেয়া এক সাক্ষাতকারে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস টিয়োংগাই বলেছেন, ‘ক্রমবর্ধমান সংঘর্ষ বন্ধ করে দেশে শান্তি ফিরিয়ে আনতে আরো সৈন্য প্রয়োজন হতে পারে। বোসাংগোয়া শহরের রক্তক্ষয়ী অবস্থাকে তিনি একটি ‘ব্যাপক দুশ্চিন্তার বিষয়’ বলে উল্লেখ করে বলেছেন পরিকল্পনা অনুযায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। তবে শান্তি প্রতিষ্ঠার জন্য মানুষকে অস্ত্র ছাড়তে হবে। উত্তরের শহর বোওয়ার সফর করে এসে সেভ দ্যা চিলড্রেন-এর প্রধান জাস্টিন ফোরসিথ বলেছেন, মানুষের ঘরবাড়ি পুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেয়া হয়েছে। আতঙ্কিত মানুষেরা বনে জঙ্গলে এবং ঝোপের ভেতর লুকিয়ে রয়েছে। আর উদ্বাস্তু শিশুদের মাঝে দেখা দিয়েছে ম্যালেরিয়ার প্রকোপ। দেশটির সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া বোজিজে-কে ক্ষমতাচ্যুত করে গত মার্চে ক্ষমতায় আসে মাইকেল জোটোডিয়া। এর পর থেকেই খ্রিষ্টান এবং মুসলিম মিলিশিয়াদের মধ্যে সংঘর্ষ চলছে। বোসাংগাওয়া শহরে হাজার হাজার মানুষ উদ্বাস্তু হয়ে রয়েছে। এদের মধ্যে খ্রিষ্টান উদ্বাস্তুর সংখ্যা চল্লিশ হাজার আর মুসলিম উদ্বাস্তুর সংখ্যা সাত হাজার বলে জানা গেছে। শহরের একপাশের গির্জায় খ্রিষ্টানরা আর অন্য পাশে একটি বিদ্যালয়ে মুসলিম উদ্বাস্তুরা আশ্রয় নিয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৬:১৪:২১ ৩৯১ বার পঠিত