রবিবার, ৮ ডিসেম্বর ২০১৩
মালয়েশিয়া অবৈধভাবে পাঠানোর সময় চট্টগ্রাম থেকে ৩০ জন আটক
Home Page » প্রথমপাতা » মালয়েশিয়া অবৈধভাবে পাঠানোর সময় চট্টগ্রাম থেকে ৩০ জন আটকবঙ্গ-নিউজ ডটকমঃ চট্টগ্রামের বহদ্দারহাট থেকে অবৈধভাবে মালয়েশিয়া পাঠানোর চেষ্টাকালে এক দালালসহ ৩০ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বহদ্দারহাটের আল সাকেরা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে তাদের এখানে নিয়ে আসা হয় বলে জানায় পুলিশ। মালয়েশিয়া পাঠানোর নাম করে প্রতি জনের কাছ থেকে দেড় লাখেরও বেশি টাকা নেয়া হয়েছে বলেও জানান তারা। দীর্ঘ দিন ধরেই সাধারণ মানুষকে মালয়েশিয়া পাঠানোর নাম করে টাকা আদায় করছিলো এই সংঘবদ্ধ চক্র।
বাংলাদেশ সময়: ১৫:৫৬:৪৩ ৩৭৩ বার পঠিত