রবিবার, ৮ ডিসেম্বর ২০১৩

দাউদকান্দিতে ট্রাকের চাপায় ২ ব্যবসায়ীর মৃত্যু

Home Page » প্রথমপাতা » দাউদকান্দিতে ট্রাকের চাপায় ২ ব্যবসায়ীর মৃত্যু
রবিবার, ৮ ডিসেম্বর ২০১৩



accident.jpegরোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দাউদকান্দি উপজেলা রায়পুরে ট্রাকের চাপায় ২ মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়।দাউদকান্দি হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. শাহিন জানান, মহাসড়কে দাউদকান্দির রায়পুরে ঢাকাগামী একটি মাছের পিকআপ রাস্তার উপর বিকল হয়। পরে ঢাকাগামী একটি ট্রাক এসে পেছন থেকে ওই পিকআপকে ধাক্কা দিলে পিকআপের দুই মাছ ব্যবসায়ী মারাত্মকভাবে আহত হয়। আহতদের গৌরীপুর হাসপাতালে নিয়ে এলে কত্যর্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলো দাউদকান্দি উপজেলার চেঙ্গাকান্দি গ্রামের আলম মিয়া (৪৫) ও চাঁদপুর সদরের পঃ শ্রীরামদী গ্রামের অমল কুমার দাস (৪২)। লাশ ও দুঘর্টনা কবলিত গাড়ি দাউদকান্দি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

খোকন

বাংলাদেশ সময়: ১৩:২১:৫৬   ৩৪৫ বার পঠিত