রবিবার, ৮ ডিসেম্বর ২০১৩
‘বিশ্বকাপ ফুটবল ২০১৪’ গ্রুপের ড্র অনুষ্ঠিত
Home Page » খেলা » ‘বিশ্বকাপ ফুটবল ২০১৪’ গ্রুপের ড্র অনুষ্ঠিত বঙ্গ-নিউজ ডটকমঃ ফিফা ‘বিশ্বকাপ ফুটবল ২০১৪’ গ্রুপের ড্র ব্রাজিলে সম্পন্ন হয়েছে। নানা সমীকরণে আবর্তিত এবারের ‘ড্র’ এ গ্রুপ অফ ডেথ হিসেবে চিহ্নিত হয়েছে উরুগুয়ে, ইতালি, ইংল্যান্ড ও কোস্টারিকাকে নিয়ে গড়া গ্রুপ ‘ডি’। এছাড়া ‘এ’ গ্রুপে স্বাগতিক ব্রাজিলের সাথে আছে ক্রোয়েশিয়া, মেক্সিকো ও ক্যামেরুন। অন্যদিকে, বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের সাথে গ্রুপ ‘বি’ তে আছে গেলো বিশ্বকাপের রানার্সআপ দল নেদারল্যান্ডস, চিলি ও অস্ট্রেলিয়া।
ভৌগলিক বৈচিত্রকে প্রাধান্য দিতে গিয়ে নানা সমীকরণে জটিল ছিল এবারের ব্রাজিল বিশ্বকাপের প্রাক গ্রুপিং।
তাই কোটি দর্শকের মনযোগের কেন্দ্রে থাকা ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ ড্রয়ে- প্রথম দল হিসেবে স্বাগতিক ব্রাজিলের নামটা উঠলো, ২০০২ সালে সেলেকাওদের বিশ্বকাপ জেতানো অধিনায়ক কাফুর হাতে।
এরপর একে একে নির্ধারিত হতে থাকে ৮টি গ্রুপে বিশ্বের ৩২টি দলের ভাগ্য। এবারের গ্রুপ ‘এ’তে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গী ক্রোয়েশিয়া, মেক্সিকো এবং ক্যামেরুন। ১২ জুন ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচ দিয়েই পর্দা উঠবে ২০তম বিশ্বকাপের।
গ্রুপ ‘বি’ যেভাবে সেজেছে তাতে যেন ২০১০ বিশ্বকাপের শেষটা দিয়ে শুরু হবে ২০১৪ বিশ্বকাপ। কেননা এই গ্রুপে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের সাথে আছে গেলো আসরের রানার্সআপ নেদারল্যান্ডস। এছাড়া বাকি দুই দল লাতিন আমেরিকার চিলি ও এশিয়া অঞ্চলের দেশ অস্ট্রেলিয়া।
এদিকে গ্রুপ ‘সি’ তে আছে যথাক্রমে কলাম্বিয়া, গ্রীস, দিদিয়ের দ্রগবার আইভোরিকোস্ট এবং এশিয়ার দেশ জাপান।
তবে গ্রুপ অব ডেথ খেতাবটা গ্রুপ ‘ডি’ কে বলতে হয়তো দ্বিধা করবেন না ফুটবল বোদ্ধারাও। কেননা এই গ্রুপে লুইস সুয়ারেজের উরুগুয়ে, কোস্টারিকা ছাড়াও আছে ৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ও ইংল্যান্ড।
এছাড়া গ্রুপ ‘ই’তে সুইজারল্যান্ড, ইকুয়েডর ও হন্ডুরাসের সঙ্গী, বাছাইপর্বে শেষ মুহুর্তে নিজেদের প্রমাণ করে ব্রাজিল বিশ্বকাপে ঠাঁই করে নেয়া ফ্রান্স।
খোকন
বাংলাদেশ সময়: ১৩:০৮:৩০ ৪০৬ বার পঠিত