রবিবার, ৮ ডিসেম্বর ২০১৩

‘বিপাশা বসু’ মোস্ট ওয়েলকাম টু’-এর আইটেম গানে!

Home Page » বিনোদন » ‘বিপাশা বসু’ মোস্ট ওয়েলকাম টু’-এর আইটেম গানে!
রবিবার, ৮ ডিসেম্বর ২০১৩



bipasha-basu.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ একটি আইটেম গানে বলিউডের বিপাশা বসুর সাথে অনন্ত জলিল ও বর্ষার পারফর্ম করার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন অনন্ত জলিলের ম্যানেজার এস এম আলী যাকের সজীব।
সজীব আরও বলেন, এ বছরের শুরুর দিকে বিপাশা বসুর সঙ্গে কথা হয়। এখন বিপাশার সম্মতি পেলে কয়েকদিনের মধ্যেই থাইল্যান্ডে এই আইটেম গানের দৃশ্য ধারন সম্পন্ন করতে আমরা আগ্রহী। বিপাশার সম্মতি পাওয়ার ব্যাপারেও তিনি খুব আশাবাদী বলে জানান।
‘মোস্ট ওয়েলকাম টু’-এর জন্য আইটেম গানটি তৈরি করেছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীত পরিচালক ফুয়াদ আল মোক্তাদির। ইতোমধ্যে এই চলচ্চিত্রের প্রায় ৬০ শতাংশ কাজও শেষ হয়েছে বলে জানান ম্যানেজার সজীব। এতে আরও অভিনয় করছেন, সোহেল রানা, চম্পা, দিতি, মিশা সওদাগর, ডন, কাবিলা প্রমুখ।
সজীব আরও জানান, ‘মোস্ট ওয়েলকাম টু’ তে অভিনয়ের জন্য জ্যাকি স্রফের সাথেও কথা হয়েছিল কিন্তু উভয়পক্ষের শিডিউল না মেলায় তিনি থাকছেন না।

খোকন

বাংলাদেশ সময়: ১২:৫৩:১৫   ১৫৫৪ বার পঠিত