রবিবার, ৮ ডিসেম্বর ২০১৩
১২ ঘণ্টা কমলো হরতাল
Home Page » সংবাদ শিরোনাম » ১২ ঘণ্টা কমলো হরতালজ্যেষ্ঠ নেতাদের মুক্তির দাবিতে রাজধানীতে রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ডাকা ২৪ ঘণ্টার হরতাল কমিয়ে ১২ ঘণ্টা করেছে মহানগর বিএনপি।
শনিবার গভীর রাতে মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম বলেন, “রাজধানীতে রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত যে হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়েছিলো, তা ১২ ঘণ্টা কমানো হয়েছে। এখন রোববার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা অর্থাৎ সকাল-সন্ধ্যা হরতাল হবে।”
সাদেক হোসেন খোকাসহ জ্যেষ্ঠ নেতাদের মুক্তি দাবিতে শুক্রবার রাজধানীতে এই ২৪ ঘণ্টা হরতালের কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি।
কর্মসূচি কমানোর কারণ জানতে চাওয়া হলে আবদুস সালাম বলেন, “দলের সিদ্ধান্তে এই সময়সীমা কমানো হয়েছে।”
এর আগে শনিবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ-তারানকো।
অবশ্য ওই বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা জানায়নি বিএনপি।
নির্বাচনকে ঘিরে রাজপথে সংঘাত-সহিংসতার মধ্যে ফার্নান্দেজ-তারানকোর এই সফরকে দেখা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে মধ্যস্ততার শেষ উদ্যোগ হিসেবে।
সুত্রঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমক
বাংলাদেশ সময়: ৯:৪৯:৪৩ ৩৬৪ বার পঠিত