রবিবার, ৮ ডিসেম্বর ২০১৩

দুর্গাপুরে স্বতন্ত্র প্রার্থী রুয়েল তালুকদারের গণসংযোগ

Home Page » সারাদেশ » দুর্গাপুরে স্বতন্ত্র প্রার্থী রুয়েল তালুকদারের গণসংযোগ
রবিবার, ৮ ডিসেম্বর ২০১৩



তমাল সাহা।স্টাফ রিপোর্টার
নেত্রকোনা-১, দুর্গাপুর-কলমাকান্দা উপজেলা নিয়ে গঠিত আসনে আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী সাবেক এম.পি মরহুম জালাল উদ্দীন তালুকদার এর পুত্র শাহ্ কুতুব উদ্দীন তালুকদার রুয়েল নেতাকর্মীদের সাথে নিয়ে গত ‘কদিন যাবৎ সাধরণ ভোটারদের সাথে গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। উপজেলার ৭টি ইউনিয়ন সহ পৌরসভায় সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে শাহ্ কুতুব উদ্দীন তালুকদার রুয়েল তার নির্বাচনী বিজয় নিশ্চিতের চেষ্টা করছেন। স্বতন্ত্র প্রার্থী রয়েল এর গনসংযোগ এ আওয়ামীলীগ সহ অঙ্গ সংগঠনের বহু নেতা কর্মীরা স্বতঃস্ফুর্ত অংশ নেয়ায় এই আসনে নির্বাচনী আমেজ বিরাজ করছে। শনিবার নেতাকর্মী সাথে নিয়ে তিনি পৌরসভা সদরে এবং বেশ কয়েকটি ইউনিয়নে গণসংযোগ করেছেন।
জানাগেছে, এই আসনের স্বতন্ত্র প্রার্থী শাহ্ কুতুব উদ্দীন তালুকদার রুয়েল শনিবার পৌরশহরের ব্যাবসার প্রানকেন্দ্র মাছবাজার, মধ্যবাজার, মোক্তারপাড়া, দক্ষিনপাড়া, উকিলপাড়া, বাগিচাপাড়া, দেশওয়ালীপাড়া এলাকায় সাধারণ ভোটারদের সাথে গণসংযোগ করেন। গণসংযোগ কালে তাঁর সাথে ছিলেন, উপজেলা আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি হারিজ বেগ, আওয়ামী নেতা মোঃ চাঁন মিয়া মেম্বার, অধ্যাপক লিয়াকত আলী, ডাঃ আঃ হান্নান, নুরুল ইসলাম, আনোয়ার হোসেন বুলবুল, হাবিব মেম্বার, জালাল সেনা পরিষদের আতিফ খান অজয়, আঃ ছাত্তার ঢালী প্রমুখ।

বাংলাদেশ সময়: ৯:৩৪:১০   ৩৮৩ বার পঠিত