শনিবার, ৭ ডিসেম্বর ২০১৩

শেখ হাসিনার সাথে তারানকোর বৈঠক

Home Page » জাতীয় » শেখ হাসিনার সাথে তারানকোর বৈঠক
শনিবার, ৭ ডিসেম্বর ২০১৩



20131209191309wpm-taranko-7pm.jpgবঙ্গ-নিউজ ডটকম: জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই বলে জাতিসংঘকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে গণভবনে বৈঠকে জাতিসংঘের দূত অস্কার ফার্নান্দেজ তারানকোকে তিনি একথা জানিয়েছেন। বৈঠক শেষে ব্রিফিংয়ে জানানো হয়, সংবিধানের মধ্য থেকে নির্বাচন পেছানোর কথা বলেছে জাতিসংঘের বিশেষ দূত। তবে এটি নির্বাচন কমিশনের এখতিয়ার বলে জাতিসংঘের দূতকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চলমান সংকট সমাধানে বিকেলে গণভবনে আসেন জাতিসংঘ মহাসচিবের দূত অস্কার ফার্নান্দেজ তারানকো। প্রধানমন্ত্রীর সাথে প্রায় দুই ঘণ্টা আলোচনা হয় তাদের। এসময় একঘণ্টারও বেশি সময় একান্তে কথা বলেন তারানকো ও প্রধানমন্ত্রী। বৈঠক শেষে ব্রিফিংয়ে গণভবনে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা। প্রথম বৈঠকে উপস্থিত প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা গওহর রিজভি ও তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এক ব্রিফিংয়ে আলোচনার বিষয়বস্তু গণমাধ্যমের সামনে তুলে ধরেন।

এসময় গওহর রিজভি জানান, বৈঠকে নির্বাচন পেছানোর বিষয়েও জানতে চেয়েছে জাতিসংঘ।

ইকবাল সোবহান চৌধুরী সাংবাদিকদের জানান, সব দলের অংশগ্রহণে নির্বাচন করার জন্য প্রধানমন্ত্রীর নেয়া উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ। এছাড়া তারানকো নির্বাচন পেছানোর অনুরোধ জানালেও প্রধানমন্ত্রী বলেছেন, এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয়।

খোকন

বাংলাদেশ সময়: ২৩:৪২:৩৯   ৪২৯ বার পঠিত