শনিবার, ৭ ডিসেম্বর ২০১৩

মুক্তি পেল ‘র্যাম্বো রাজকুমার’

Home Page » বিনোদন » মুক্তি পেল ‘র্যাম্বো রাজকুমার’
শনিবার, ৭ ডিসেম্বর ২০১৩



image_61637_0.jpgবঙ্গ-নিউজ ডটকম: গতকাল মুক্তি পেল শহীদ কাপুর ও সোনাক্ষি সিনহার নতুন চলচ্চিত্র ‘র্যাম্বো রাজকুমার’। প্রভু দেবার পরিচালনায় এই ছবিতে আরও অভিনয় করেছেন সনু সুদ। শহীদ কাপুর গত কয়েক বছর ধরে বলিউডে ব্যবসাসফল কিংবা আলোচিত কোনো চলচ্চিত্র উপহার দিতে না পারলেও এই ‘র্যাম্বো রাজকুমার’ নিয়ে সবাই বেশ আশাবাদী। বলিউড সমালোচকরাও ছবিটির ব্যাপক প্রশংসা করেছেন। এর পাশাপাশি এরইমধ্যে ছবির গানগুলোও ভালো আলোচনা সৃষ্টি করতে পেরেছে। এবার দেখা যাক শহীদ-সোনাক্ষির রসায়ন বক্স অফিসে কেমন জমে উঠতে পারে। এটা শহীদ কাপুরের জন্য এক পরীক্ষাও বটে।

খোকন

বাংলাদেশ সময়: ১২:৫৭:৩৮   ১০৮৭ বার পঠিত