শনিবার, ৭ ডিসেম্বর ২০১৩

শিবির-পুলিশ সংঘর্ষ পুরান ঢাকায়

Home Page » প্রথমপাতা » শিবির-পুলিশ সংঘর্ষ পুরান ঢাকায়
শনিবার, ৭ ডিসেম্বর ২০১৩



বিঙ্গ-নিউজ ডটকম: ১৮ দলের অবরোধের মধ্যে পুরান ঢাকায় ইসলামী ছাত্রশিবিরকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছেন।

নির্দলীয় সরকারের দাবিতে তৃতীয় দফা অবরোধের প্রথম দিন শনিবার সকাল ৯টায় ইসলামপুরে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।সংঘর্ষে এক শিবিরকর্মী গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি এক পুলিশ সদস্যও আহত হন বলে  কোতোয়ালি থানার ওসি শাহ আলম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইসলামপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের একটি ব্যানার নিয়ে মিছিল থেকে পুলিশকে লক্ষ করে হাতবোমা ছোড়া হয়। এতে এক সহকর্মী আহত হলে পুলিশও পাল্টা অ্যাকশনে যায়।

“পুলিশ গুলি ছুড়লে ওদুদ নামে এক শিবিরকর্মীর পায়ে গুলি লাগে।”

গুলিবিদ্ধ ওদুদের সঙ্গে ফারুক নামে আরেক শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুজনই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে ওসি জানান।

এদিকে সকাল সাড়ে ৮টার দিকে লালবাগ ছাপড়া মসজিদ এলাকায় হাতবোমা ফাটিয়ে পালানোর সময় পুলিশ এক তরুণকে গ্রেপ্তার করেছে।

লালবাগ থানার ওসি নুরুল মুত্তাকিন বলেন, গ্রেপ্তার শামীম শিবিরকর্মী। তার কাছে দুটি হাতবোমা পাওয়া গেছে।

প্রায় একই সময় রামপুরা বনশ্রী এলাকায় হাতবোমা ফাটিয়ে পালানোর সময় চার শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয় বলে রামপুরা থানার ওসি কৃপা সিন্ধু বালা জানিয়েছেন।

অবরোধের কারণে রাজধানী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে অভ্যন্তরীণ রুটের বাসগুলো চলছে।

সদরঘাটে  লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে বলে কর্তৃপক্ষ দাবি করেছে।

বিআইডিব্লিউটিসির ট্রাফিক পরিদর্শক এস এম মাহমুদ হোসেন জানান, সকালে দক্ষিণাঞ্চের উদ্দেশে পাঁচটি লঞ্চ ছেড়ে গেছে, সদরঘাটে ভিড়েছে ৪০টি লঞ্চ।

বাংলাদেশ সময়: ১২:৪৭:৫৬   ৩৭৮ বার পঠিত