শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৩
বাংলাদেশে জরুরি অবস্থা জারি হতে পারে-বিবিসি
Home Page » আজকের সকল পত্রিকা » বাংলাদেশে জরুরি অবস্থা জারি হতে পারে-বিবিসিবঙ্গ-নিউজ ডটকমঃ আগামী ৫ জানুয়ারী নির্বাচনকে ঘিরে বাংলাদেশে ফের রাজনৈতিক সহিংসতা ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ অবস্থায় দেশে রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করা হতে পারে বলে মানুষের মাঝে জল্পনা কল্পনা চলছে। এ অবস্থায় বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মতানৈক্য দেশকে খাদের কিনারে ঠেলে দিচ্ছে।আজ শুক্রবার বৃটেনের প্রভাবশালী গণমাধ্যম বিবিসিতে এ ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রতিবেদনে বিবিসি বাংলা বিভাগের সম্পাদক সাবির মুস্তফার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, দেশকে খাদে পড়া থেকে রক্ষা করতে জরুরি অবস্থা জারি হতে পারে এমন জল্পনা কল্পনা দেখা দিয়েছে।
প্রতিবেদনে ২০০৭ সালের জরুরি অবস্থা জারির উদাহরণ দিয়ে বলা হয় যে, ওই সময় দেশে সেনাবাহিনী অনেক ক্ষমতার কাছাকাছি আসে এবং তাদের মধ্যস্থতায় একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। কিন্তু সে সরকার নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন পরিচালনা করতে ব্যর্থ হয়।
ওই সরকার দুই বছর পর শেষ পর্যন্ত দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সক্ষম হয়। ২০০৯ সালের ওই নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন শেখ হাসিনা সরকার বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করে।
পরবর্তীতে আওয়ামী লীগ সরকার সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংশোধন করে নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠন করে। সংবিধান অনুযায়ী ২৪ জানুয়ারীর মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্পন্নের বাধ্যবাধকতা থাকায় নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে ৫ জানুয়ারী ভোট গ্রহণের ঘোষণা দেয়।
তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ওই সরকারের পরিবর্তে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট নির্দলীয় সরকারের দাবিতে এ বছরের ২৫ অক্টোবর থেকে বিভিন্ন ধাপে হরতাল এবং স্থল ও রেলপথ অবরোধ করে আসছে। সাম্প্রতিক লাগাতার অবরোধে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। এসব ঘটনায় যাত্রীবাহী বাসে পেট্রল ঢেলে আগুন নিক্ষেপ ও ট্রেনের ফিসপ্লেট খুলে ফেলা হচ্ছে। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। গত এক সপ্তাহে পুলিশের সঙ্গে বিরোধীদের সংঘর্ষে কমপক্ষে ৪০জন নিহত হয়েছে। ট্রেনের লাইন উপড়ে ফেলায় ট্রেন উল্টে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।
১৮ দলের অবরোধে রাজধানীর শাহবাগে যাত্রীবাহী বাসে পেট্রল বোমা হামলায় হতাহতের ঘটনায় বিএনপি নেত্রী খালেদা জিয়ার দুঃখ বা ক্ষমা না চাওয়ার বিষয়টি তুলে ধরা হয় প্রতিবেদনে।
এছাড়া অবরোধের কারণে যান চলাচল বন্ধ থাকায় দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙ্গে পড়ছে। রাজধানী ঢাকার সঙ্গে বন্দর নগরী চট্টগ্রামের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে।
এ অবস্থা আর এক মাস চলতে থাকলে দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়বে বলে দেশের শীর্ষস্থানীয় এক পোশাক রপ্তানিকারক জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮:৫৭:৩৬ ৪৩২ বার পঠিত