বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৩
প্রিয়াঙ্কার পছন্দের মূল্য ২ কোটি রুপির
Home Page » বিনোদন » প্রিয়াঙ্কার পছন্দের মূল্য ২ কোটি রুপিরবঙ্গ-নিউজ ডটকমঃ অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া নিজের জন্য বিশেষভাবে নির্মিত একটি বিলাসবহুল রোলস রয়েস গাড়ি কিনতে যাচ্ছেন। তার পছন্দের গাড়ির মূল্য ২ কোটি রুপিরও বেশি।বলিউডি অভিনেতারা বরাবরই তাদের গাড়ির ব্যাপারে সচেতন। এবার অভিনেত্রীরাও সেই ধারায় যোগ দিচ্ছেন। আর তাই নিজের জনপ্রিয়তার সঙ্গে তাল মিলিয়ে নিজের জন্য বিলাসবহুল একটি গাড়ি কিনতে যাচ্ছেন প্রিয়াঙ্কা। শুধু ২ কোটি রুপি মূল্যের গাড়ি কিনেই দমেননি প্রিয়াঙ্কা।
নিজের রুচির সঙ্গে মানিয়ে গাড়িটিতে আরো কিছু জিনিস যুক্ত করেছেন ওই অভিনেত্রী। চারমাস আগে গাড়িটির বুকিং দেন প্রিয়াঙ্কা। আর জানা মতে এ মাসেই বিলাসবহুল গাড়িটি হাতে পাবেন তিনি। তবে শেষ মুহূর্তে এসে গাড়িতে নতুন কিছু যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর তার নতুন চাহিদা অনুসারে গাড়িটিকে তৈরি করতে আরো তিন মাস সময় লাগবে। অর্থাৎ প্রিয়াঙ্কা গাড়ির মালিকানা পাবেন ফেব্রুয়ারি মাসে।
বাংলাদেশ সময়: ১৫:৪১:৩৫ ৪৬২ বার পঠিত