বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৩

বাসে পুড়ল ঘুমন্ত কিশোর

Home Page » প্রথমপাতা » বাসে পুড়ল ঘুমন্ত কিশোর
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৩



52_burnbus_dhanmondi15_011213.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ বিরোধী দলের ছয় দিনের অবরোধের শেষ দিনে রাজধানীর সায়েদাবাদ এলাকায় একটি বাসে আগুন দেয়া হলে ভেতরে ঘুমন্ত অবস্থায় গুরুতর দগ্ধ হয়েছে চালকের সহকারী।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জনপথ মোড়ে দাঁড় করিয়ে রাখা ইশরাত পরিবহনের ওই বাসে পেট্রোল বোমা ছুড়ে আগুন দেয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

মহানগর পুলিশের ডেমরা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিনহাজুল ইসলাম জানান, বাস চালকের সহকারী হাসানকে (১৫) গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে বলে হাসপাতালের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বঙ্গ-নিউজ ডটকমকে জানান।

ইশরাত পরিবহনের কর্মচারী আলাউদ্দিন ও অপু জানান, তাদের বাস ঢাকা ও চট্টগ্রামের মধ্যে যাতায়াত করে। অবরোধের কারণে গত পাঁচ দিন ধরে তাদের বাসগুলো জনপথ মোড়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে। চালকদের সহকারীরা দিনে গাড়ির আশেপাশেই থাকেন এবং রাতে বাসেই ঘুমান।

অপু ঢাকা মেডিকেলে বঙ্গ-নিউজ ডটকমকে বলেন, হাসান সকালে বাসের পেছনের সিটে ঘুমিয়ে ছিল। আর তারা ছিলেন বাইরে, একটু দূরে। সকাল ৯টার দিকে হঠাৎ তিনটি বিস্ফোরণের শব্দ হলে ছুটোছুটি শুরু হয়ে যায়। এর মধ্যেই একটি বাসে আগুন জ্বলে ওঠে।

“আমরা হাসানকে খুঁজে না পেয়ে বুঝতে পারি, সে গাড়ি থেকে বের হতে পারেনি। পরে ফায়ার ব্রিগেড এসে আগুন নিয়ন্ত্রণে আনলে আমরা ভেতরে ঢুকে ওকে পাই। হাসান তখনো পেছনের সিটে অচেতন হয়ে ছিল। ওর গায়ে আগুন জ্বলছিল।”

আলাউদ্দিন ও অপু জানান, তাদের বাসের মালিক মো. সালাউদ্দিন। আর যে বাসটি পুড়েছে সেটি চালাতেন স্বপন নামের এক চালক। ঘটনার সময় স্বপন সেখানে ছিলেন না।

তবে দগ্ধ হাসানের বাড়ির ঠিকানা জানাতে পারেননি তার দুই সহকর্মী।

বাংলাদেশ সময়: ১৪:০১:১৩   ৪৩৫ বার পঠিত