বুধবার, ৪ ডিসেম্বর ২০১৩

দুর্গাপুরে আওয়ামীলীগ প্রার্থী ছবি বিশ্বাস এর গনসংযোগ ও সাবেক এমপি‘র কবর জিয়ারত

Home Page » মুক্তমত » দুর্গাপুরে আওয়ামীলীগ প্রার্থী ছবি বিশ্বাস এর গনসংযোগ ও সাবেক এমপি‘র কবর জিয়ারত
বুধবার, ৪ ডিসেম্বর ২০১৩



picture-chobi-biswas-durgapur.jpgতমাল সাহা।স্টাফ রিপোর্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসনে আওয়ামীলীগ প্রার্থী কেন্দ্রীয় কৃষকলীগের সহ সভাপতি ছবি বিশ্বাস বুধবার সন্ধ্যায় দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে দুর্গাপুর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে গনসংযোগ ও পথ সভা করেছেন।
জানাগেছে, নেত্রকোনা-১ আসনে কলমাকান্দা থেকে দুর্গাপুরে আসার পথে এই প্রার্থী ছবি বিশ্বাস বুধবার বিশাল মোটর সাইকেল বহর নিয়ে রামপুর, রহিমপুর, নাজিরপুর চন্ডিগড়, দুর্গাপুর পৌরসভায় গনসংযোগ ও পথসভা করেছেন। পরে তিনি দুর্গাপুরে সাবেক সংসদ সদস্য মরহুম জালাল উদ্দিন তালুকদার সাহেবের বাসায় গিয়ে তালুকদার সাহেবের কবর জিয়ারত করেন।
উল্লেখ্য যে, কবর জিয়ারতের সময় মরহুম জালাল উদ্দিন তালুকদারের পুত্র মনোনয়ন বঞ্চিত শাহ্ কুতুব উদ্দিন তালুকদার রুয়েল এর সমর্থনকারীরা রুয়েলের মনোনয়নের জন্য বিভিন্ন শ্লোগান দেয়। পরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।

বাংলাদেশ সময়: ২০:২৫:২৮   ১০২১ বার পঠিত