বুধবার, ৪ ডিসেম্বর ২০১৩

কৃষক তাজুল ৫ শ রেলযাত্রীর প্রাণ বাঁচালেন

Home Page » এক্সক্লুসিভ » কৃষক তাজুল ৫ শ রেলযাত্রীর প্রাণ বাঁচালেন
বুধবার, ৪ ডিসেম্বর ২০১৩



tajul_islam_save_life_5hund_31670.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ কৃষক তাজুল ইসলামের সাহসিকতায় পাঁচশ’ রেলযাত্রীর প্রাণ বাঁচলোবুধবার ভোর সাড়ে ৪টার দিকে চাঁদপুর-লাকসাম রেলপথের উয়ারুক ও মেহের স্টেশন এলাকায় রেললাইন উপড়ে ফেলে অবরোধকারীরা। এ খবর জানা ছিলো না রেল কর্তৃপক্ষের। আর তাই ঠিকঠাক সময় অনুযায়ী চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায় মেঘনা এক্সপ্রেস।শুধুমাত্র কৃষক তাজুল ইসলামের সর্তকতায় রক্ষা পেল ট্রেনটিতে থাকা প্রায় পাঁচ শতাধিক যাত্রীর জীবন।

প্রতিদিনের মতোই ভোরে নামাজ পড়ে ঘর থেকে কাজে বের হন তাজুল ইসলাম। বাড়ির পাশ দিয়ে যাওয়া রেলপথে গিয়ে দেখেন কারা যেন লাইন উপড়ে রেখেছে। এদিকে রেলপথের পশ্চিম দিক থেকে ভেসে আসছে চলন্ত ট্রেনের আওয়াজ।

কী করবেন ভেবে পাচ্ছিলেন না। হঠাৎই বুদ্ধি এলো মাথায়। দৌঁড়ে বাড়ি গিয়ে স্ত্রীর লাল রঙের পেটিকোট (মহিলাদের পরনের কাপড়) একটি লাঠিতে ঝুলিয়ে বের হয়ে আসেন। রেলপথ ধরে দৌড়ে ছুটে যান পশ্চিম দিকে। কারণ সেদিক থেকেই ছুটে আসছে যাত্রীবোঝাই ট্রেন।

ঘটনাস্থল থেকে বেশ কিছুদূর এগিয়ে গিয়ে নাড়তে থাকেন লাঠিতে বাঁধা পেটিকোট। লাল নিশান ও নিশানধারীর অভিব্যক্তি দেখে জরুরি ভিত্তিতে ট্রেন থামান চালক। বেঁচে যান চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেসের প্রায় ৫ শতাধিক যাত্রী।

একই সাথে অন্তত কয়েক কোটি টাকার ক্ষতি থেকে রক্ষা পায় সরকার ও জনগণ।

তাজুল ইসলাম (৬০) পেশায় একজন কৃষক। তিনি শাহরাস্তি পৌরসভার উপলতা গ্রামের বাসিন্দা। স্ত্রী, ৪ ছেলে ও এক মেয়ে নিয়ে তার সংসার।

এত মানুষের জীবন আর সরকারের এত ক্ষতি বাঁচিয়ে দিলেন, বিনিময়ে কী চান? জানতে চাইলে তাজুল ইসলাম বলেন, এ ঘটনার পর স্টেশন মাস্টার আমাকে পঞ্চাশ টাকা দিতে চেয়েছেন। আমি নেইনি। কারও কাছেই কিছু চাই না। সবাই দোয়া করলেই আমি খুশি হবো।

ওই এলাকার বাসিন্দা আরিফ হোসেন ও সৈয়দ মিয়া বলেন, তাজু ভাইয়ের বুদ্ধিতে রক্ষা পেল যাত্রীদের জীবন। যারা দেশে হরতাল অবরোধের নামে এসব নাশকতা করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হোক।

এ ঘটনায় চাঁদপুর-লাকসাম রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ থাকলেও ৫ ঘণ্টা পর তা স্বাভাবিক হয়।

মেহের স্টেশনের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা বলেন, তাজুল বিষয়টি না জানালে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারতো। শত যাত্রীর প্রাণনাশেরও আশঙ্কা ছিল। আল্লার রহমতে এমন বড় ধরনের ক্ষতি থেকে দেশ ও জাতি রক্ষা পেয়েছে।

এ ব্যাপারে জিআরপি থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান মেহের স্টেশনের স্টেশন মাস্টার।

এএইচ
- See more at: http://www.bengalinews24.com/good-news-everday/2013/11/28/31670#sthash.Enm0wMoP.dpuf

বাংলাদেশ সময়: ১৫:০৮:৪১   ৪৪৭ বার পঠিত