বুধবার, ৪ ডিসেম্বর ২০১৩

সরকারকে বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত সময় দিয়েছে বিএনপি

Home Page » আজকের সকল পত্রিকা » সরকারকে বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত সময় দিয়েছে বিএনপি
বুধবার, ৪ ডিসেম্বর ২০১৩



salahuddin_bnpthumbnail.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ সরকার বৃহস্পতিবার বিকাল ৫টার মধ্যে বিরোধদলীয় জোটের দাবি না মানলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ার করেছেন বিএনপির মুখপাত্র সালাহউদ্দিন আহমেদ।নির্বাচনের তফসিল বাতিল ও নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে ১৮ দলীয় জোটের টানা ১৩১ ঘণ্টার অবরোধের পঞ্চম দিন মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি এই হুঁশিয়ারি দেন।

অজ্ঞাত স্থান থেকে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো ওই বার্তায় বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন বলেন, “প্রধানমন্ত্রীকে বলছি, এখনো সময় আছে। এক তরফা নির্বাচনের তফসিল স্থগিত করুন। দেশ ও জাতির স্বার্থে অন্তর্ঘাতের পথ পরিহার করুন।”

দ্বিতীয় দফায় বিরোধী দলের এই অবরোধ শেষ হওয়ার কথা বৃহস্পতিবার বিকাল ৫টায়।

“ওই সময়ের মধ্যে আমাদের দাবি মেনে নেয়ার ঘোষণা না দিলে আরো কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হবো।”

শনিবার ভোর ৬টায় শুরু হওয়া ১৮ দলের এ কর্মসূচি মঙ্গলবার ভোর ৬টায় শেষ হওয়ার কথা থাকলেও শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা ও বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে পুলিশ গ্রেপ্তার করার পর বৃহস্পতিবার বিকাল পর্যন্ত কর্মসূচি বাড়ানোর কথা জানান সালাহউদ্দিন।

দুই দফা অবারোধে সারা দেশে ৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। রেললাইনে নাশকতা ও যানবাহনে ছোড়া বোমায় হতাহত হয়েছেন বহু মানুষ।

বাংলাদেশ সময়: ১২:১৮:৪৫   ৪৩৫ বার পঠিত