মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৩
বাগেরহাটে ট্রাক খাদে, নিহত ৩
Home Page » সংবাদ শিরোনাম » বাগেরহাটে ট্রাক খাদে, নিহত ৩বঙ্গ-নিউজ ডটকমঃ বাগেরহাট সদর উপজেলায় একটি সবজি বোঝাই ট্রাক খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন।বাগেরহাট মডেল থানার এসআই সুভাষ চন্দ্র দাম জানান, মঙ্গলবার ভোর ৪টার দিকে সদর উপজেলার শ্রীঘাটে বাগেরহাট-খুলনা সড়কের চৌখালী সেতুর কাছে এ ঘটনা ঘটে।
ট্রাকের ওপরে থাকা আরো দুই জন এ ঘটনায় আহত হয়েছেন। হতাহতরা সবাই সবজি ব্যবসায়ী।
নিহতরা হলেন- মোড়েলগঞ্জ উপজেলার মধুরকাঠি গ্রামের মোস্তফা শেখ (৪৫) এবং হোগলাপাশা গ্রামের সাইদুল শেখ (৪৮) ও তার শ্যালক পিরোজপুরের পোরগোলা গ্রামের হানিফ মোল্লা (২৫)। তাদের লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে যায় এবং হতাহতের ঘটনা ঘটে বলে এসআই সুভাষ জানান।
হাইওয়ে পুলিশের এসআই অবনী চন্দ্র দাশ জানান, আহত মাসুম ফরাজি ও মিলন শেখকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ট্রাকের আরেক আরোহী বজলুর রহমান জানান, তারা ১১ জন ব্যবসায়ী খুলনা থেকে সবজি কিনে ওই ট্রাকে করে মোড়েলগঞ্জের বৌলপুরে ফিরছিলেন। ভোরের দিকে ট্রাকটি দুর্ঘটনায় পড়ে।
চালকের ‘অসাবধানতায়’ এ ঘটনা ঘটেছে বলে বজলুর রহমানের ধারণা।
বাংলাদেশ সময়: ১৯:৫৫:৪৩ ৩৫৭ বার পঠিত