মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৩
নির্বাচনে যাবেন না এরশাদ
Home Page » আজকের সকল পত্রিকা » নির্বাচনে যাবেন না এরশাদবঙ্গ-নিউজ ডটকমঃ সব দল না আসায় এবং পরিবেশ না থাকায় জাতীয় পার্টি দশম সংসদ নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
মনোনয়নপত্র জমা দেয়ার পরদিন আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সাবেক রাষ্ট্রপতি এরশাদ এ ঘোষণা দেন।
এরশাদ বলেন, আমি বলেছিলাম, সব দল নির্বাচনে না গেলে আমিও যাব না। আমি প্রতিশ্রুতি রক্ষা করছি। সব দল আসেনি, জাতীয় পার্টিও নির্বাচনে যাবে না। আগামীতে সব দল অংশ নিলে, পরিবেশ তৈরি হলে জাতীয় পার্টিও নির্বাচনে যাবে বলে মন্তব্য করেন তিনি। প্রার্থীদেরও নির্বাচন থেকে সরে আসার আহ্বান জানিয়ে এরশাদ বলেন, প্রার্থীদের মনোয়নপত্র তুলে নেয়ার কথা বলেছি। আবার নির্বাচনের পরিবেশ হলে তারা নির্বাচনে অংশ নেবেন। এ নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না উল্লেখ করে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, দেশ আজ ধ্বংসের মুখে। এ ধরনের পরিস্থিতির জন্য বাইরের কাছে আমরা লজ্জিত হচ্ছি।
বাংলাদেশ সময়: ১৪:১১:০০ ৩৯২ বার পঠিত