মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৩
দুর্নীতিতে বাংলাদেশের উন্নতি তাৎপর্যহীন: টিআই
Home Page » সংবাদ শিরোনাম » দুর্নীতিতে বাংলাদেশের উন্নতি তাৎপর্যহীন: টিআইবঙ্গ-নিউজ ডটকমঃ বাংলাদেশ এবার বিশ্বের সর্ব্বোচ্চ দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় ১৬তম অবস্থানে এসেছে। দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সী ইন্টারন্যাশনাল এ বছর দুর্নীতির ধারণা সূচক আজ প্রকাশ করেছে। তাতে বাংলাদেশের এই নতুন অবস্থান। গত বছরই বাংলাদেশের এই অবস্থান ছিল ১৩তম।ঢাকায় সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সী ইন্টারন্যাশনাল এর বাংলাদেশ চ্যাপ্টার এর চেয়ারম্যান সুলতানা কামাল বলেছেন, বাংলাদেশে দুর্নীতি দমনে দৃশ্যমান কোন পরিবর্তন হয় নি।
দুর্নীতির ধারণা সূচকে এ বছর বাংলাদেশের স্কোর এবং অবস্থান গত বছরের তুলনায় সামান্য এগিয়েছে। এবার বাংলাদেশের স্কোর ২৭। যা গত বছর ছিল ২৬। এই সামান্য এগুলেও বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে এসেছে।
ট্রান্সপারেন্সী ইন্টারন্যাশনাল বলেছে, ২০১৩ সালে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া, উত্তর কোরিয়া ও আফগানিস্তান। সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় রয়েছে ডেনমার্ক ও নিউজিল্যান্ড। এদের প্রত্যেকের স্কোর ৯১।
বাংলাদেশ সময়: ১৪:০১:৫৮ ৪৩৬ বার পঠিত