মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৩

ক্ষমতায় গেলে প্রতিবন্ধীদের চিকিৎসা ও শিক্ষার ব্যবস্থা করা হবে: প্রধানমন্ত্রী

Home Page » আজকের সকল পত্রিকা » ক্ষমতায় গেলে প্রতিবন্ধীদের চিকিৎসা ও শিক্ষার ব্যবস্থা করা হবে: প্রধানমন্ত্রী
মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৩



0d9a2b5a054a77fe369b0705be71ff491.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ আগামীতে সরকার গঠন করতে পারলে দেশের প্রতিবন্ধীদের আধুনিক চিকিৎসা নিশ্চিতসহ কারিগরি শিক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২২ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে যে সব প্রতিবন্ধীর অভিভাবক নেই ভবিষ্যতে সরকারে এলে তাদেরও দায়দায়িত্ব নেয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।শেখ হাসিনা বলেন, গত অর্থ বছর থেকে আমরা প্রতিবন্ধীদের শনাক্তকরণ জরিপ শুরু করেছি। এটি সম্পন্ন হলে তাদের পরিচয় পত্র দেওয়া হবে। এই পরিচয় পত্র ব্যবহার করে যাতায়াত-শিক্ষা-চিকিৎসাসহ বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতে পারবে তারা। প্রধানমন্ত্রী আরো বলেন, ভবিষ্যতে এসব প্রতিবন্ধীদের আজীবন ভরণপোষণের ব্যবস্থা করবে সরকার।

তিনি বলেন, তাদের পাশে আমাদের সাবাইকে দাঁড়াতে হবে। যারা সুস্থ সন্তানের অভিভাবক তারা তাদের সন্তানদের এই শিক্ষা দেবেন যাতে তারা প্রতিবন্ধীদের প্রতি আরো সহানুভূতিশীল হয়। প্রতিবন্ধীদেরও কোনো না কোনো মেধা থাকে সেটিকে কাজে লাগানোর সুযোগ দিলে তারা নিজের এবং দেশের জন্য কল্যাণ বয়ে আনতে পারে বলে তিনি মন্তব্য করেন। এসময় আলোচনায় অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতিসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩:৫২:৪৮   ৪১৬ বার পঠিত