সোমবার, ২ ডিসেম্বর ২০১৩

কানসাটে আওয়ামী লীগ প্রার্থী গোলাম রাব্বানীর বাড়িতে জনতার আগুন

Home Page » জাতীয় » কানসাটে আওয়ামী লীগ প্রার্থী গোলাম রাব্বানীর বাড়িতে জনতার আগুন
সোমবার, ২ ডিসেম্বর ২০১৩



1463752_10152431306188975_799858449_n.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসাটে দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানকে কেন্দ্র করে আজ সোমবার দুপুরে বিরোধীদলের নেতাকর্মীরা কানসাট আন্দোলনের নেতা গোলাম রাব্বানীর বাড়িতে আগুন দেয়। এসময় দু’দলের সংঘর্ষে রুবেল (২২) নামে একজন নিহত হয়েছেন। নিহত রুবেল কানসাট পুখুরিয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে।জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ অধ্যাপক শাহজাহান মিয়া নিহত রুবেলকে বিএনপি’র কর্মী বলে দাবী করেছেন।

জানা গেছে, দুপুরে আওয়ামী লীগের প্রার্থী গোলাম রাব্বানী মনোনয়ন পত্র জমা দিয়েছেন এই সংবাদ জানতে পেরে বিরোধী দলের হাজার হাজার কর্মীরা তার বাড়ির সামনে দিয়ে মিছিল নিয়ে যাবার সময় বাড়ীর ছাদের উপর থেকে মিছিলকে লক্ষ করে গোলাম রাব্বানীর লোকজন বোমা নিক্ষেপ করে। এসময় ১৮ দলের কয়েকজন আহত হন।

এ সময় ১৮ দলের লোকজন ক্ষিপ্ত হয়ে বেলা ২টার দিকে গোলাম রাব্বানীর পুখুরিয়ার বাড়িতে হামলা চালায়। এসময় রাব্বানীর সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। একপর্যায়ে গোলাম রাব্বানীর বাড়িসহ তার ভাই আবু বাক্কার ফিটুর বাড়িসহ একটি কার, ২টি ট্রাক ও বেশকিছু মিশুক-মোটরসাইকেলে আগুন দিয়ে ভষ্মিভূত করা হয়।

সংঘর্ষ চলাকালে ব্যাপক বোমা বিষ্ফোরণ ও গুলি বর্ষন করা হলে রুবেল বোমার আঘাতে গুরুতর আহত হয় এবং শিবগঞ্জ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

এদিকে, আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের গাড়ি আটকে দেয় অবরোধকারীরা।

বাংলাদেশ সময়: ১৯:২৯:১৫   ৪২১ বার পঠিত