সোমবার, ২ ডিসেম্বর ২০১৩

এক সপ্তাহের মধ্যে হাসিনার পতন

Home Page » প্রথমপাতা » এক সপ্তাহের মধ্যে হাসিনার পতন
সোমবার, ২ ডিসেম্বর ২০১৩



1455136_581286968592940_1287374506_n.jpgবঙ্গ-নিউজ ডটকমঃসুপ্রীম কোর্ট আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবদীন বলেছেন, এক সপ্তাহের মধ্যে শেখ হাসিনার পতন হবে।সোমবার দুপরে সুপ্রীমকোর্ট চত্বরে অবরোধের সমর্থনে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তিনি এ কথা বলেন।

জয়নুল আবদীন বলেন, আপনার হাতে রক্তের দাগ।দেশের মানুষ আপনাকে চায় না। পদত্যাগ করে দেশবাসীকে মুক্তি দিন।

এসময় সুপ্রীম কোর্ট আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, শেখ হাসিনার পতন সময়ের ব্যাপার মাত্র। একটু ধাক্কা দিলেই সরকার পড়ে যাবে।

তিনি অ্যাটর্নী জেনারেলকে উদ্দেশ্য করে বলেন, ‘আজকের পর থেকে যদি কোন এআইজি (অতিরিক্ত এটর্নী জেনালের)ডিআইজি(ডেপুটি এর্টনী জেনারেল)কে কোন দলের মিছিলে দেখা যায় তাহলে আপনার কার্যালয় ঘেরাও করা হবে’।

এসময় উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট আবেদ রাজা, সাইফুর রহমান, ফরিদ উদ্দিন খান, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, মতিলাল ব্যপারী, মির্জা আল মাহমুদ,আসাদুজ্জামান প্রমুখ

বাংলাদেশ সময়: ১৮:৪৯:৫০   ৩৮৫ বার পঠিত