সোমবার, ২ ডিসেম্বর ২০১৩

নাটোরের কানাইখালিতে বি এন পি - আওয়ামীলীগ সংঘর্ষ ; নিহত ১ ।

Home Page » জাতীয় » নাটোরের কানাইখালিতে বি এন পি - আওয়ামীলীগ সংঘর্ষ ; নিহত ১ ।
সোমবার, ২ ডিসেম্বর ২০১৩



নাটোরের কানাই খালিতে বি এন পি অবরোধের পক্ষে মিছিল করলে আওয়ামীলীগ সমর্থিতরা তাতে ধাওয়া দেয় । এতেই সংঘর্ষ বাধে ।
এই সময় দুই দলের কর্মী- সমর্থক দের মধ্যে দপায় দপায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে ।
পুলিশ এই সময় পরিস্থিতি সামলাতে রাবার বুলেট   ও টিয়ারশেল নিক্ষেপ করে ।
শেষ খবর পাওয়া পর্যন্ত এই পর্যন্ত ৯ জন গুলিবিদ্ধ ও একজন নিহত হয় ।

বাংলাদেশ সময়: ১৪:৪৪:২৯   ৩৭৭ বার পঠিত