সোমবার, ২ ডিসেম্বর ২০১৩

রাজশাহীতে পুলিশের গাড়িতে আগুন

Home Page » সংবাদ শিরোনাম » রাজশাহীতে পুলিশের গাড়িতে আগুন
সোমবার, ২ ডিসেম্বর ২০১৩



বঙ্গ-নিউজ ডটকমঃ রাজশাহীর হড়গ্রাম কোর্ট স্টেশন এলাকায় বোমা ফাটিয়ে সংঘর্ষে জড়িয়ে পুলিশবহনকারী একটি গাড়িতে আগুন দিয়েছে অবরোধকারীরা।

দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ অন্তত জন ১৫ আহত হয়েছেন।

নগরীর রাজপাড়া থানার ওসি এবিএম রেজাউল করিম জানান, সকাল সোয়া ৮টার দিকে অবরোধকারীরা লাঠি মিছিল বের করে কোর্ট স্টেশন এলাকায় গাড়ি ভংচুরের চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়লে শুরু হয় সংঘর্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধকারীরা পরপর সাতটি হাতবোমা ছুড়লে পুলিশ কিছুটা পিছু হটে যায়। এ সময় অবরোধকারীরা পুলিশ বহনকারী একটি হিউম্যান হলারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

পরে ফায়ার ব্রিগেড কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সংঘর্ষ চলাকালে এক পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হন।

আহত পুলিশ সদস্যকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে বলে ওসি রেজা

বাংলাদেশ সময়: ১০:৩২:০৬   ৩৫২ বার পঠিত