রবিবার, ১ ডিসেম্বর ২০১৩

বিরোধী দলের অবরোধের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মানব বন্ধন

Home Page » জাতীয় » বিরোধী দলের অবরোধের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মানব বন্ধন
রবিবার, ১ ডিসেম্বর ২০১৩



image0005.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ

ঢাকা বিশ্ব বিদ্যালয় প্রতিনিধি ;মোঃ ফয়সাল মাহমুদ ।
আজ দুপুর ১২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বৃন্দ বর্তমান রাজনৈতিক অবস্থায় উদ্বেগ প্রকাশ করেন ।
তারা বলেন বিরোধী দলের এই ধরণের কার্যকলাপ মানবতা বিরোধী ;পেট্রোল বোমা এবং যাত্রী বাহী বাস এর উপর হামলা মানবতাকে হত্যা করছে বলে তারা তাদের অভিমত ব্যক্ত করেন । তাঁরা বলেন সরকারি দলকে সহনশীল হয়ে বিরোধী দলকে নির্বাচন মুখী করার জন্য আহ্বান জানানো উচিত এবং বিরোধী দলকে ও দেশের মানুষকে জিম্মি না করার জন্য আহ্বান করেন।  তাঁরা বর্তমান রাজনীতি কে কলুষিত বলে উল্লেখ করে বলেন এই ভাবে চলতে থাকলে রাজনীতিবিদ দের প্রতি মানুষের আস্থা ঊঠে যাবে।  উভয় দলকে এই ভয়ঙ্কর অবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানান এবং তাঁদেরকে স্মরণ করিয়ে দেন যে ; ক্ষমতায় যেতে হলে মানুষকে জিম্মি করে কখনো ভালো ফল পাওয়া যাবে না ।
বর্তমান রাজনীতি শিক্ষার্থী দের সেশন জটের মুখে ফেলে দিতে পারে ।
তাই বর্তমান অবস্থায় রাজনীতিবিদদের করণীয় নিয়ে আলোচনা করতে শিক্ষক বৃন্দ অপরাজেয় বাংলার সামনে জড়ো হন ।

বাংলাদেশ সময়: ১৯:৩৭:৪৪   ৪০৮ বার পঠিত