শনিবার, ৩০ নভেম্বর ২০১৩
নেত্রকোনা-১ আসনে মনোনয়ন না পাওয়ায় হরতাল
Home Page » সারাদেশ » নেত্রকোনা-১ আসনে মনোনয়ন না পাওয়ায় হরতালতমাল সাহা,স্টাফ রিপোর্টার
দুর্গাপুর-কলমাকান্দা দুটি উপজেলা নিয়ে নেত্রকোনা ১ আসন। আওয়ামীলীগের মনোনয়নে বর্তমান সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী বাদ পড়ায় দুর্গাপুরের বিক্ষুব্ধ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা শনিবার সকাল ৬ টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতালের ডাক দিলে স্বতঃস্ফ’র্ত ভাবে হরতাল পালিত হয়। কৃষকলীগের কেন্দ্রীয় নেতা ছবি বিশ্বাসকে মনোনয়ন দেওয়ায় এবং বাতিলের দাবীতে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে শনিবার দুপুরে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবলীগের আহবায়ক বিপ্লব মজুমদার। লিখিত বক্তব্যে এলাকার গনযোগাযোগ বিচ্ছিন্ন ছবি বিশ্বাসকে বাদ দিয়ে বর্তমান সংসদ সদস্য উন্নয়নের রুপকার মোশতাক আহমেদ রুহীকে দলীয় সভানেত্রীর নিকট মনোনয়ন দেওয়ার জোর দাবী জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সাইফুল ইসলাম বেগ, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল হালিম তালুকদার, সাধারণ সম্পাদক শামীম আজাদ, আওয়ামীলীগ নেতা ইউ,পি চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রমূখ।তমাল চন্দ্র সাহা
বাংলাদেশ সময়: ২০:০২:৫১ ৪০৭ বার পঠিত