শনিবার, ৩০ নভেম্বর ২০১৩

ঝিনাইদহে সংঘর্ষে নিহত ১

Home Page » প্রথমপাতা » ঝিনাইদহে সংঘর্ষে নিহত ১
শনিবার, ৩০ নভেম্বর ২০১৩



jhenaidaha.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ বিরোধী দলের ৭২ ঘণ্টা অবরোধের প্রথম দিন ঝিনাইদহের কোটচাঁদপুরে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার সকালের সংঘর্ষে নিহত যুবক ইসলামী ছাত্রশিবিরের কর্মী বলে দাবি করছে সংগঠনটির নেতারা।

নিহত ইসরাইল হোসেন (২২) উপজেলার হরিন্দিয়া গ্রামের বাসিন্দা।

কোটচাঁদপুর থানার ওসি শাহজাহান আলী জানান, শনিবার সকাল ১০টার দিকে কোটচাঁদপুর বাসস্ট্যান্ডে কালীগঞ্জ-জীবননগর সড়কে সংঘর্ষের সময় নিহত হন ইসরাইল।

স্থানীয়রা বঙ্গ-নিউজ ডটকমকে বলেন, সকালে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ওই সড়ক অবরোধ করে রাখে। এতে পুলিশ বাধা দিলে তারা পুলিশকে লক্ষ করে ৮/১০টি হাতবোমা ছোড়ে। একপর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৫/৩০ রাউন্ড শটগানের গুলি ছোড়ে পুলিশ। পরে জোটের নেতা-কর্মীরা ছত্র ভঙ্গ হয়ে যায় বলে ওসি জানান।

এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।

শিবিরের কোটচাঁদপুর উপজেলার সাধারণ সম্পাদক সাইফুল্লাহ তারেক বলেন, পুলিশের ছোড়া শটগানের গুলিতে নিহত হন শিবিরকর্মী ইসরাইল।

সংঘর্ষস্থলে পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি অবস্থান নিয়ে আছে।

নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ৭১ ঘণ্টা অবরোধে ২০ জন নিহত হন। এরপর ৭২ ঘণ্টা অবরোধ শুরুর প্রথমদিনে ঝিনাইদহে প্রথম একজন নিহত হলেন।

বাংলাদেশ সময়: ১৭:১১:৪৭   ৩৯৩ বার পঠিত