শনিবার, ৩০ নভেম্বর ২০১৩
মাগুরায় গ্রামবাসীর সংঘর্ষে নিহত ২
Home Page » সংবাদ শিরোনাম » মাগুরায় গ্রামবাসীর সংঘর্ষে নিহত ২বঙ্গ-নিউজ ডটকমঃ মাগুরায় একটি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন দুইজন, আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন|
সদর থানার ওসি আ. হাসেম জানান, সদর উপজেলার মালিকগ্রামে শুক্রবার সন্ধ্যায় হওয়া এ সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন ফরিদ হোসেন (২২) ও আবু নইম মোল্লা (৩৫)।
সন্ধ্যার সংঘর্ষে আহত কলেজছাত্র ফরিদ রাত ১১টার দিকে মাগুরা সদর হাসপাতালে মারা যান। শনিবার সকালে ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয় দোকান কর্মচারী নইম মোল্লার।
ওসি বলেন, স্থানীয় ওসমান মণ্ডল ও ওহিদ মেম্বারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। দুপক্ষের মধ্যে এর আগেও কয়েকবার সংঘর্ষ হয়েছিল।
স্থানীয় রাজীব হোসেনের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ১০ নভেম্বর ওই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয় বন্যা (১০) নামে এক শিশু। এর জেরেই শুক্রবার সন্ধ্যায় আবারো শুরু হয় সংঘর্ষ।
আহত ১৫ জনের মধ্যে আটজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। নতুন করে সংঘাত এড়াতে পুলিশের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে।
তবে শুক্রবারের সংঘর্ষে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
বাংলাদেশ সময়: ৯:৪৭:৫৬ ৩৫৬ বার পঠিত