শনিবার, ৩০ নভেম্বর ২০১৩
অবরোধ শুরুর আগ মুহূর্তে রিজভীকে আটক
Home Page » বিবিধ » অবরোধ শুরুর আগ মুহূর্তে রিজভীকে আটকবঙ্গ-নিউজ ডটকমঃ শনিবার খুব ভোরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে রিজভীর সঙ্গে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদকেও আটক করা হয়।বাইরে পুলিশের অবস্থানের মধ্যে বেশ কিছুদিন ধরে ফটকে তালা আটকে দলীয় কার্যালয়েই থাকছিলেন রিজভী। সেখানে থেকে সংবাদ সম্মেলনের পাশাপাশি টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানেও অংশ নিচ্ছিলেন তিনি।
বিএনপি কার্যালয়ের কর্মচারীরা জানান, ভোর সোয়ার ৪টার দিকে সাদা পোশাকে থাকা গোয়েন্দা পুলিশের একটি দল দড়ি বেয়ে দোতলায় উঠে দরজা ভেঙে ভেতরে ঢুকে। এরপর তৃতীয় তলায় দলের মহাসচিবের কক্ষের দরজা ভেঙে রিজভীকে আটক করে।
অভিযানের সময়ে গোয়েন্দা পুলিশ একাত্তরের টেলিভিশনের জ্যেষ্ঠ রিপোর্টার শফিক আহমেদ ও জি-টিভির জ্যেষ্ঠ রিপোর্টার গাউসুল আজম দীপু সেখানে ছিলেন। তাদের একটি কক্ষে আটকে রাখা হয়।
এছাড়া ভিডিও ধারণের সময় ‘সময় টেলিভিশন’ ও একাত্তর টেলিভিশনের ক্যামেরাও পুলিশ কেড়ে নিয়ে ভাংচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে।
রিজভী ও বেলালকে আটকের পর সাদা মাইক্রোবাসে তোলা হয়। তাদের মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাত মাস আগে অভিযান চালিয়ে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের আটক করা হয়। রিজভী সেদিনও গ্রেপ্তার হয়ে কিছুদিন কারাগারে ছিলেন।
নির্দলীয় সরকারের দাবিতে তিন দিন অবরোধের পর শনিবার থেকে আরো ৭২ ঘণ্টা একই কর্মসূচি শুরুর আগ মুহূর্তে গ্রেপ্তার হলেন রিজভী।
গত অবরোধে শাহবাগে গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যার ঘটনায় যে মামলা পুলিশ করেছে, তাতে রিজভীও আসামি।
এই মামলায় আসামির তালিকায় ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ছাড়াও শীর্ষনেতাদের মধ্যে রয়েছেন ভাইস-চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, সালাউদ্দিন আহমেদ ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম।
রিজভীকে ওই মামলায়ই আটক করা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলেনি পুলিশ।
গত এক মাসে হরতাল-অবরোধের মধ্যে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মো. নাছির উদ্দিন ও আবদুল আউয়াল মিন্টু, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
বাংলাদেশ সময়: ৯:০৩:৫৩ ৩৮৪ বার পঠিত