শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৩

আরেকজন ‘মেসি’র দেখা পেতে পারে ফুটবল-বিশ্ব।

Home Page » খেলা » আরেকজন ‘মেসি’র দেখা পেতে পারে ফুটবল-বিশ্ব।
শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৩



12.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ চেহারা ও চুলের ধরনে ঠিক যেন ছোট্টবেলার লিওনেল মেসি। আট বছর বয়সে তার ফুটবল-প্রতিভায় বিস্মিত সবাই। ক্লদিও নানকুফিল নামের মেসির ‘ক্ষুদে সংস্করণ’কে নিয়ে এরই মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে গণমাধ্যমে। ইউরোপের কয়েকটি বিখ্যাত ক্লাবও তাকে পেতে আগ্রহী।শুধু চেহারা ও চুল নয়, আরেকটি জায়গাতেও মেসির সঙ্গে ভীষণ মিল ক্লদিওর। ছেলেবেলায় মেসির হরমোনজনিত রোগে ভোগার কথা সবারই জানা। কাকতালীয়ভাবে, ক্লদিও-ও একই রোগে ভুগছে! এই রোগে বয়সের তুলনায় শরীর ঠিকমতো বাড়ে না।

তাই আট বছর হলেও দেখতে অনেক ছোট মনে হয় ক্লদিওকে। কিন্তু তার বল নিয়ে কাড়িকুড়ি, গোল করার ক্ষমতা দেখলে অবাক না হয়ে পারা যায় না। সমবয়সীদের সঙ্গে তো বটেই, বয়সে অনেক বড়দের সঙ্গেও খেলে সে।

চার বছর বয়স থেকে আর্জেন্টিনার মার্তিন গুয়েমেস নামের একটি ক্লাবে খেলছে ক্লদিও। শুরুতেই তার খেলা সবার দৃষ্টি আকর্ষণ করেছিল।

সে সময়ের ক্লদিওর কথা বলতে গিয়ে উচ্ছ্বসিত ক্লাবটির সভাপতি মার্সেলো এর্নাল্জ। তিনি বলেন, “চার বছর বয়সে খেলা শুরু করার সময় থেকেই সে তার সমবয়সীদের চেয়ে (ফুটবল প্রতিভায়) এগিয়ে ছিল।”

এই ‘বিস্ময় শিশু’কে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে স্পেনের তিন পরাশক্তি বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। আগামী মাসে বড়দিনের পর তিনটি দলেই ‘ট্রায়াল’ দিতে স্পেন যাবে ক্লদিও।

ইংল্যান্ডের দুই শক্তিশালী দল ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসিও ‘নতুন মেসি’কে পেতে আগ্রহী। ভবিষ্যতে আরেকজন ‘মেসি’র দেখা তাই পেতেই পারে ফুটবল-বিশ্ব।

বাংলাদেশ সময়: ২০:৪০:৩৭   ৩৭৫ বার পঠিত