শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৩
৭১ ঘণ্টা অবরোধের পর শনিবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের-বিএনপির
Home Page » সংবাদ শিরোনাম » ৭১ ঘণ্টা অবরোধের পর শনিবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের-বিএনপিরবঙ্গ-নিউজ ডটকমঃ তফসিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে ৭১ ঘণ্টা অবরোধের পর শনিবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি।রাজধানী ঢাকায় এ বিক্ষোভ সমাবেশ হবে সোহরাওয়ার্দী উদ্যানে বিকাল ৩টায়।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শুক্রবার নয়া পল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, “একতরফা নির্বাচনের তফসিল বাতিল, সরকারি এজেন্ট কর্তৃক নাশকতা সৃষ্টি করে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও বিরোধী দলের নেতাদের বাড়িতে বাড়িতে পুলিশি তল্লাশির প্রতিবাদে সারাদেশে মহানগর, জেলা নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করবে।”
তিনি জানান, সারাদেশে অবরোধের মধ্যে নিহতদের জন্য শুক্রবার জুমার পর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গায়েবানা জানাজা হবে।
অবশ্য অবরোধের শেষ দিন বৃহস্পতিবার রিজভী একং ব্রিফিংয়ে বলেছিলেন, শুক্রবার গায়েবানা জানাজার পর আরো ‘তীব্র কর্মসূচি’ ঘোষণা করা হবে।
এর অংশ হিসাবে রোববার থেকে আবারো হরতাল বা অবরোধের মতো কর্মসূচি দেয়া হতে পারে বলে বিএনপির একটি সূত্রে আভাস পাওয়া গেছে।
শনিবার সোহরাওয়ার্দী উদ্যান থেকেই এ বিষয়ে ঘোষণা আসতে পারে।
নির্বাচন কমিশন ৫ জানুয়ারি ভোটের তারিখ রেখে তফসিল ঘোষণার পর ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বচানের প্রস্তুতি নিলেও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিএনপি ও শরিকরা তফসিল বাতিলের দাবি জানিয়ে আসছে।
নির্বাচন ঘিরে রাজনৈতিক সহিংসতায় ৭১ ঘণ্টার অবরোধে সারা দেশে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে।
রিজভী অভিযোগ করেন, সরকার বিরোধী দলকে রাস্তায় ‘দাঁড়াতেই দিচ্ছে না’। কেন্দ্রীয় কার্যালয়সহ ঘিরে রাখার পাশাপাশি পুলিশ বিএনপি নেতাদের ‘বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে’।
“এরকম অবস্থায় সরকারের এজেন্টরা যাত্রীবাহী বাসে বোমা বিস্ফোরণ ঘটিয়ে বিরোধী দলের ওপর দোষ চাপানোর নতুন কৌশল নিয়েছে। এসব নাশকতা সরকার পরিকল্পিতভাবে ঘটাচ্ছে। দেশের জনগণ তা বুঝে গেছে।”
জার্মান রাষ্ট্রদূত বৃহস্পতিবার কারাবন্দি বিএনপি নেতাদের মুক্তি দাবি করার পর তার বাসার সামনে ককটেল ফাটানো হয় বলেও রিজভী অভিযোগ করেন।
এসব ব্যাপারে জনগণের স্বার্থে গণমাধ্যমকে ‘সত্য সংবাদ’ পরিবেশনের অনুরোধ জানান তিনি।
‘সরকারি এজেন্টদের নাশকতার বিরুদ্ধে’ বিরোধী দলের নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, “আমরা পুলিশের গাড়ির চাকার নিচে পড়ে যাব। তবুও আমরা জনগণের ন্যায়সঙ্গত দাবি আদায়ে শান্তিপূর্ণ আন্দোলন থেকে সরে যাব না। আমাদের দেহ হবে সব নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে ঢাল।”
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর নাসির উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকারের গ্রেপ্তারেরও নিন্দা জানান রিজভী।
দলের যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের নিন্দা জানিয়ে রিজভী বলেন, “এভাবে মামলা দিয়ে আন্দোলন দমানো যাবে না।”
বাংলাদেশ সময়: ২০:৩৫:২৪ ৩৬৬ বার পঠিত