শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৩

আবারও ১০ এর মধ্যে ব্রাজিল

Home Page » খেলা » আবারও ১০ এর মধ্যে ব্রাজিল
শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৩



brazil.jpgবঙ্গ-নিউজ দতকমঃগত সপ্তাহে দুটো প্রীতি ম্যাচে হন্ডুরাসকে ৫-০ ও চিলিকে ২-১ গোলে হারানোর ‘পুরস্কার’ পেতে দেরি হয়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। অক্টোবরে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ১১ নম্বরে নেমে গিয়েছিল ২০১৪ বিশ্বকাপের স্বাগতিকরা।বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে উন্নতি হয়েছে পর্তুগালের। ৯ ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ। বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফের দুই লেগেই সুইডেনকে হারানোয় পর্তুগিজদের এই বিশাল উন্নতি।

বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন যথারীতি শীর্ষে আছে। জার্মানি, আর্জেন্টিনা এবং কলম্বিয়াও যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান ধরে রেখেছে। ৬ ও ৭ নম্বরে উরুগুয়ে ও ইতালির অবস্থান।

অবনমন হয়েছে সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডসের। একধাপ করে পিছিয়ে ৮ ও ৯ নম্বরে আছে ইউরোপের দেশ দুটি। তিন ধাপ পিছিয়ে ১৩ নম্বরে নেমে গেছে ইংল্যান্ড। ছয় ধাপ পিছিয়ে বেলজিয়ামের অবস্থান একাদশ।

কোনো ম্যাচ না খেললেও উন্নতি হয়েছে বাংলাদেশের। ৬ ধাপ এগিয়ে বাংলাদেশ আছে ১৫৬তম স্থানে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার ওপরে আছে সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া আফগানিস্তান, ১২৯তম স্থানে। এছাড়া ভারত ১৪৮, মালদ্বীপ ১৪৯, নেপাল ১৬৫, শ্রীলঙ্কা ১৬৬, পাকিস্তান ১৬৭ ও ভুটানের অবস্থান ২০৭ নম্বরে।
খেলার আরো খবর

বাংলাদেশ সময়: ২০:১৯:০৭   ৩৭৩ বার পঠিত