শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৩
বঞ্চনার মধুবলয়-রোকসানা লেইস
Home Page » সাহিত্য » বঞ্চনার মধুবলয়-রোকসানা লেইসঝুল বারান্দায় দাঁড়িয়েছিলাম তোমার অপেক্ষায়;প্রতিদিন কী আর অঢেল সময় বলো?
শুধু যখন ঘন মেঘে আকাশ আঁধার ঢাকা, থৈ থৈ চাঁদ জাগলে
অথবা খুব নক্ষত্রের রাতে, কখনো বা সময় হয়ে উঠে।
তাকিয়ে থাকি গরাদে মাথা রেখে
অপেক্ষা প্রতীক্ষায় ভোর হয়ে যায়। সূর্য ডুবে যায়।
কখনো মধু বাতাস জাগে, আউলা করে সব জল্পনা।
কখনো ঢেউ জাগে উতল বুকের তলে।
আমি কী আর তোমার মতন ডানা মেলা পাখি বলো অথবা
ঐ বড় দালান বাড়ির মেয়েটার মতন যখন তখন যেতে পারি,
ইচ্ছে যেথায় সেথায়।
আমার শুধু পায়ে পায়ে অন্তরায়, বড় হয়ে উঠার, পাড়ার লোকে দেখে ফেলার।
শীষ কাটা ছেলেদের ইভটিজের শিকার হওয়ার।
অথবা মায়ের অসুখ তার পাশে বসে থাকার।
তবু সব ফাঁক ফোকর গলে ঠিক কখনো তাকিয়ে থাকি দূরের বয়ে যাওয়া শূন্য পথের পানে;
যদি তুমি আসো তুমুল বরষনের মতন। বিদ্যুৎ চমকের মতন।
কদম ঘ্রাণ যদি মন উচাটন তোমার উথাল পাথাল জাগে।
সেই আশাতে হৃদয় মেলে থাকি। আকুল চেয়ে থাকি। যদিও মেলে না সময়।
সেই প্রথম পথের ধারে অবাক দেখার মতন।
হঠাৎ আলোর ঝলকানিতে জেগে উঠার মতন।
সেই থমকে গিয়ে একের ভিতর অন্যজনের ঢুকে পড়ার মতন।
হঠাৎ আসা দখিণ হাওয়া কখন ধেয়ে আসে আলতো জড়িয়ে ধরে।
চোখের তারায় তারায় মিলে অনাদী সময়গুলো আগুন ফাগুন হাওয়ায় উড়ে।
অপেক্ষায় প্রতিক্ষায় সকাল সন্ধ্যা ঝরে।
বাংলাদেশ সময়: ১৩:১৫:৫৭ ৪২৯ বার পঠিত