সোমবার, ২৫ নভেম্বর ২০১৩
দুর্গাপুরে অবহিত করন সভা
Home Page » সারাদেশ » দুর্গাপুরে অবহিত করন সভাতমাল সাহা, স্টাফ রিপোর্টার,সুসঙ্গ দুর্গাপুর(নেত্রকোনা)।
নেত্রকোনার দুর্গাপুরে হাজং মাতা রাশিমণি কল্যান পরিষদ আয়োজিত অক্সফাম এর অর্থায়নে প্রকল্প কর্মসুচী বাস্তবায়ন বিষয়ক অবহিত করন সভা সোমবার অনুষ্ঠিত হয়।
হাজংমাতা রাশিমণি কল্যান পরিষদ এর হল রুমে আদিবাসী নেতা ও হাজংমাতা রাশিমণি কল্যান পরিষদ এর সভাপতি মতিলাল হাজং এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বিনয় চন্দ্র শর্ম্মা, হাজংমাতা রাশিমণি কল্যান পরিষদ এর সাধারণ সম্পাদক স্বপন হাজং প্রকল্প বিষয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ট্রেজারার পল্টন হাজং, এনজিও সমন্বয় সভাপতি পঙ্কজ সাংমা, এনজিও কর্মী সনৎ সাহা, সাংবাদিক নিতাই সাহা ও নির্মলেন্দু সরকার বাবুল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮:২৭:৪৩ ৩৫৭ বার পঠিত