সোমবার, ২৫ নভেম্বর ২০১৩
আ. লীগের জনপ্রিয়তা শূন্যে, আমরা জিতব: এরশাদ
Home Page » জাতীয় » আ. লীগের জনপ্রিয়তা শূন্যে, আমরা জিতব: এরশাদবঙ্গ-নিউজ ডট কমঃ আওয়ামী লীগের জনপ্রিয়তায় ধস নেমেছে মন্তব্য করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ।
সোমবার সাংবাদিকদের এরশাদ বলেন, নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। সবাই উৎসাহী।
“আমি আশাবাদী। খুবই আশাবাদী কারণ আওয়ামী লীগের জনপ্রিয়তা শূন্যের কোঠায়। যুবলীগ-ছাত্রলীগের অত্যাচারে মানুষ অতিষ্ঠ। তারা বিকল্প দল খুঁজছে।”
নির্বাচনে সবার জন্য সমান সুযোগ থাকা নিয়ে সংশয় প্রকাশ করলেও জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, “নির্বাচন কমিশন কথা দিয়েছেন-নির্বাচন সুষ্ঠু হবে।”
রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের এরশাদ বলেন, “নির্বাচনের জন্য আমি এবং আমার দল প্রস্তুত ছিলাম, প্রস্তুত আছি।”
বিএনপি নির্বাচনে না আসায় হতাশা প্রকাশ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
তিনি বলেন, “বিএনপি যদি সর্বদলীয় সরকারে আসে তাহলে তারা ১২ জন মন্ত্রী পেত। আমি আশা করেছিলাম, তারা আসবে। অনেকবার তাদের আহ্বান জানিয়েছি। কেন যে আসছে না, সেটাই বুঝতে পারছি না।”
হরতালের নামে বিএনপি মানুষ পুড়িয়েছে মন্তব্য করে ভবিষ্যতে দলটির সঙ্গে কোনো সংশ্রব না রাখার ঘোষণা দেন এরশাদ।
তিনি বলেন, “আমি যদি জোট করি তাহলে আলাদাভাবে করব। বিএনপির সাথে আর কোনো জোট নয়, কখনো নয়। তারা বিতর্কিত হয়েছে। হরতালের নামে তারা মানুষ পুড়িয়েছে, নাশকতা সৃষ্টি করেছে, আতঙ্ক সৃষ্টি করেছে।”
আগামী নির্বাচনে হেফাজতে ইসলামকে পাশে পাওয়ার আশা প্রকাশ করেন সাবেক এই সামরিক শাসক।
তিনি বলেন, “হেফাজত কোনো রাজনৈতিক দল নয়। তবে তারা আওয়ামী লীগ বিরোধী। আমি হেফাজতের নেতৃবৃন্দের সাথে দেখা করতে গিয়েছিলাম। তারা আমাকে দোয়া করেছেন।”
“হেফাজতের নেতৃবৃন্দ আমাকে বলেছেন, আমি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করি, তাহলে তারা আমার পাশে থাকবেন।”
গত ১৬ নভেম্বর মহাজোট ছাড়ার ঘোষণা দেন এরশাদ। পরদিন চট্টগ্রামের হাটহাজারি মাদ্রাসায় গিয়ে হেফাজতের আমির আহমদ শফীর সঙ্গে বৈঠক করেন তিনি।
ওই বৈঠকের পর এরশাদ জানান, আহমদ শফীর দোয়া নিতে এসেছিলেন।তিনি তাকে দোয়া করেছেন।
এর ছয় দিনের মাথায় এক বিবৃতিতে হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরী বলেন, “এরশাদ দোয়া নয়, বদদোয়া নিয়ে গেছেন।”
বাংলাদেশ সময়: ১৭:১৬:০০ ৩৭২ বার পঠিত