সোমবার, ২৫ নভেম্বর ২০১৩
সিলেট মহানগর বিএনপির গুচ্ছ পদ্ধতি বাতিলের দাবি
Home Page » জাতীয় » সিলেট মহানগর বিএনপির গুচ্ছ পদ্ধতি বাতিলের দাবিবঙ্গ-নিউজ ডটকমঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার কারণে এ অঞ্চলের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্থ হবেন বলে এক বিবৃতিতে জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি এম এ হক ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পিংকী। রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক ই-মেইলে বিবৃতিতে এ কথা জানান তারা। বিবৃতিদাতারা শাবিপ্রবি কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে গুচ্ছ পদ্ধতি বাতিলের ঘোষণা প্রকাশ করে উদ্বিগ্ন পরীক্ষার্থী ও অভিভাবকদের আশ্বস্ত করবেন। অন্যথায় সিলেটের বিশিষ্ট নাগরিকবৃন্দের সাথে আলোচনা করে মহানগর বিএনপি গুচ্ছ পদ্ধতি বাতিলের জন্য যথাসময়ে পদক্ষেপ গ্রহণ করবে। বিবৃতিতে তারা বলেন, গত কয়েকদিন ধরে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার ঘোষণার প্রতিবাদ প্রকাশিত হয়েছে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি সিলেটের সচেতন নাগরিক সমাজের নেতৃতৃন্দ ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এ পরীক্ষা পদ্ধতি বাতিলের জন্য স্মারকলিপি দিয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে গুচ্ছ পদ্ধতির কিছু বিষয়ের ব্যাখ্যা প্রদান করলেও, তারা সুকৌশলে মৌলিক প্রশ্নগুলো এড়িয়ে গেছেন বলে বিবৃতিতে জানান বিএনপি নেতারা।
বাংলাদেশ সময়: ০:৫৬:৫৯ ৩৫৬ বার পঠিত