সোমবার, ২৫ নভেম্বর ২০১৩
বরিশালের বাবুগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ,আহত ২০
Home Page » সারাদেশ » বরিশালের বাবুগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ,আহত ২০বঙ্গ-নিউজ ডটকমঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার বিকেলে উপজেলার স্টিল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের রাবার বুলেটে বিএনপির ২০ নেতাকর্মী আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করেছে পুলিশ। আহত ও আটকদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে স্টিল ব্রিজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাবুগঞ্জ বন্দরের দিকে যেতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়।
এ সময় ছাত্রদলের কিছু নেতাকর্মী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে পুলিশ ২০ রাউন্ড রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে উপজেলা বিএনপির সভাপতি ইসরাত হোসেন কচি তালুকদারসহ বিএনপির ২০ নেতাকর্মী আহত হন বলে বিএনপির দাবি।
নগরীর বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের বঙ্গনিউজকে জানান,বিএনপির নেতাকর্মীদের হামলার মুখে তারা ২০ রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেন। এ সময় চারজনকে আটক করা হয়।
তবে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম রাবার বুলেট নিক্ষেপের কথা অস্বীকার করে জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
বাংলাদেশ সময়: ০:২৩:৪৯ ৩৬১ বার পঠিত