রবিবার, ২৪ নভেম্বর ২০১৩

প্রাথমিক শিক্ষা ও ইবতেদারী শিক্ষা সমাপনী পরীক্ষা- ২০১৩

Home Page » শিক্ষাঙ্গন » প্রাথমিক শিক্ষা ও ইবতেদারী শিক্ষা সমাপনী পরীক্ষা- ২০১৩
রবিবার, ২৪ নভেম্বর ২০১৩



tt-copy.jpgষ্টাফ রির্পোটার তমাল চন্দ্র সাহা, সুসং দুর্গাপুর থেকে-

অদ্য ২৪-১১-২০১৩ইং উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ঝানজাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করে। পরির্দশন কালে শান্তিপূর্ণভাবে পরীক্ষা চলায় সন্তোষ প্রকাশ করেন। প্রকাশ যে, ঝানজাইল কেন্দ্রের কেন্দ্র সচিব মোঃ বজলুল কাদের বর্তমান বছরে জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন ও অত্র কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে আছেন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জনাব মোঃ তরিকুল ইসলাম উপমৎস্য কর্মকর্তা, দুর্গাপুর, নেত্রকোনা ও হল সুপার এম. বারেক প্রঃ শিঃ খালিশাপাড়া এবং সহকারী হল সুপার মোঃ শামজুদ্দিন প্রঃ শিঃ দক্ষিণ জাগিরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১:২৫:০০   ৪৮৮ বার পঠিত