শনিবার, ২৩ নভেম্বর ২০১৩
শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা
Home Page » সারাদেশ » শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রাবঙ্গ-নিউজ ডটকমঃ শীতের শহর হিসেবে পরিচিত পাহাড়ী অঞ্চল শ্রীমঙ্গলে টানা দুদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রার পাশাপাশি এখানে বাড়ছে শীত ও কুয়াশা। এতে করে শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। শনিবার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। চলতি শীত মৌসুমে এটিই দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছেন শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র অবজারভার মো. হারুনুর রশিদ। মো. হারুনুর রশিদ জানান, শনিবার সকাল ৬টায় এবং সকাল ৯টায় ১০.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ ছাড়াও গত শুক্রবারেও শ্রীমঙ্গলে দেশের সর্বনম্নি তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস।’
বাংলাদেশ সময়: ২২:২৯:৫৭ ৪৩৭ বার পঠিত