শনিবার, ২৩ নভেম্বর ২০১৩
শেষ পর্যন্ত বিএনপিও আসবে নির্বাচনে: কাদের
Home Page » সংবাদ শিরোনাম » শেষ পর্যন্ত বিএনপিও আসবে নির্বাচনে: কাদেরবঙ্গ-নিউজ ডটকমঃ বয়কটের হুমকি দিয়ে এখন আন্দোলনে থাকলেও দশম নির্বাচনে বিএনপিকে আশা করছেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের।তার মতে, নেতা-কর্মীদের ‘চাপে’ নির্বাচনে আসার পাশাপাশি নির্বাচনকালীন সরকারেও অংশ নেবে বিএনপি।
নির্দলীয় সরকারের বিষয়টি সুরাহা না করে তফসিল ঘোষণা হলে দেশ অচল করে দেয়া হবে বলে বিএনপির হুমকির একদিন পর শনিবার ফেনীতে সাংবাদিকদের কাছে নিজের আশার কথা জানান কাদের।
যোগাযোগমন্ত্রী বলেন, “সংলাপ হোক আর না হোক, সফল হোক বা ব্যর্থ হোক, নেতাকর্মীদের চাপের মুখে শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে অংশ নেবে।”
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না হলে তা প্রতিহত করার ঘোষণা রয়েছে বিএনপির। অন্যদিকে ‘সর্বদলীয়’ সরকার গড়ে নির্বাচনের পথে এগোচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
নির্বাচনকালীন সরকারে বিএনপিকে যোগ দেয়ার আহ্বান জানানো হলেও বিএনপি তা প্রত্যাখ্যান করেছে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাদের বলেন, “এখনো সময় আছে অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভায় বিএনপি যোগ দিতে পারে।”
তিনি এর আগে বলেছিলেন, তফসিল ঘোষণার পর নির্বাচনকালীন সরকারে যোগ দেয়ার সুযোগ আর থাকবে না।
শুক্রবার নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ জানিয়েছেন, চলতি সপ্তাহে দশম নির্বাচনের তফসিল ঘোষণা করতেযাচ্ছেন তারা।
তার এই বক্তব্যের পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, তফসিল ঘোষণা হলে দেশ অচল করে দেয়া হবে।
ওবায়দুল কাদের বলেন, “দেশ অচল করে দেয়া কোনো রাজনৈতিক দলের গণতন্ত্রের ভাষা হতে পারে না।”
বিএনপি নির্বাচনে না এলে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে বলে মনে করেন কি না- জানতে চাইলে তিনি বলেন, “আমি যদিতে বিশ্বাস করি না। আমার বিশ্বাস, বিরোধী দল অন্তর্বর্তী সরকারে যোগ দিয়ে নির্বাচনে আসবেই।”
যোগাযোগমন্ত্রী কাদের সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর ফতেহপুরে ৯০ কোটি টাকা ব্যয়ে ৬৬ মিটারের রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজ উদ্বোধন করেন।
ওই সময় সাংবাদিকদের প্রশ্নে নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি।
ওভারপাস উদ্বোধনের এসময় ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমানসহ সড়ক বিভাগেরর কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯:৪৭:০৯ ৩২৪ বার পঠিত