শুক্রবার, ২২ নভেম্বর ২০১৩
সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলের বিক্ষোভ সমাবেশ বিকালে
Home Page » সংবাদ শিরোনাম » সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলের বিক্ষোভ সমাবেশ বিকালেবঙ্গ-নিউজ ডটকমঃ অসাংবিধানিকভাবে সর্বদলীয় সরকার গঠনের প্রতিবাদে এবং নির্দলীয় সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিক্ষোভ সমাবেশ করবে ১৮ দল।শুক্রবার বিকালে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও ১৮ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৪:৩৮:৫৩ ৩৬৫ বার পঠিত