সোমবার, ১৫ এপ্রিল ২০১৩
নেপালে ৬২ ঘণ্টা লাইভ অনুষ্ঠান করে রেকর্ড গড়লেন উপস্থাপক
Home Page » এক্সক্লুসিভ » নেপালে ৬২ ঘণ্টা লাইভ অনুষ্ঠান করে রেকর্ড গড়লেন উপস্থাপকতানিয়া সুলতানা বঙ্গনিউজ ডটকম: নেপালের একটি টেলিভিশন চ্যানেলের টকশো উপস্থাপক রাবি লামিসখান ৬২ ঘন্টা লাইভ অনুষ্ঠান করে নতুন রেকর্ড সৃষ্টি করলেন । গৌতম বুদ্ধের জন্মস্থান সংক্রান্ত এ টকশোতে বুদ্ধের জন্মস্থান নেপালের কিনা এ বিষয়ে প্রায় ৬২ ঘন্টা অনুষ্ঠান চলে । টকশোতে উপস্থাপক রাজনীতিবিদ, সাংবাদিক ও সেলিব্রেটিদের সাথে আলোচনা করেন । এছাড়া উপস্থাপকএকইসাথে টেলিফোনে দর্শকদের প্রশ্নেরও জবাব দেন। গিনেস রেকর্ড এর সূত্র মতে উপস্থাপক প্রতি ঘণ্টায় ৫ মিনিট করে বিরতি নেন ।
উল্লেখ্য, ২০১১ সালে করা ইউক্রেনিয়ান টেলিভিশনের উপস্থাপকের ৫২ ঘন্টা লাইভ অনুষ্ঠান করা রেকর্ডটিই ছিল সর্বোচ্চ ।
বাংলাদেশ সময়: ১০:২২:৪৪ ৪৮৬ বার পঠিত