শুক্রবার, ২২ নভেম্বর ২০১৩
শনির আখড়ায় পুড়ে গেছে ৩০টি দোকান
Home Page » প্রথমপাতা » শনির আখড়ায় পুড়ে গেছে ৩০টি দোকানবঙ্গ-নিউজ ডটকমঃ রাজধানীর শনির আখড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৩০টি দোকান। শুক্রবার সকালে শনির আখড়া ওভারপাস সংলগ্ন রাস্তার পাশের ফুটপাতে থাকা চায়ের দোকান থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। সকাল সাড়ে আটটার দিকে সংঘটিত এ অগ্নিকাণ্ডে পুড়ে যায় আশপাশের আরও ৩০টি দোকান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু‘টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আসমা আক্তার।
পুলিশের ডেমরা জোনের সহকারী কমিশনার মিনহাজুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। টং দোকানের বিড়ি সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩:৩৩:০৭ ৩৬২ বার পঠিত