
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৩
এরশাদ তিন আসনে প্রার্থী হচ্ছেন
Home Page » প্রথমপাতা » এরশাদ তিন আসনে প্রার্থী হচ্ছেনবঙ্গ-নিউজ ডটকমঃ তিনটি আসনে দলীয় মনোনয়ন ফরম নিচ্ছেন এরশাদ। এগুলো হচ্ছে রংপুর ১, ৩ ও ঢাকা-১৭ আসন বলে জাতীয় পার্টি সূত্র জানিয়েছে। বিগত নির্বাচনে কুড়িগ্রামে-২, রংপুর-৩ এবং ঢাকা-১৭ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচন করে বিপুল ভোটে বিজয়ী হন। উপ-নির্বাচনে রংপুর-৩ এবং কুড়িগ্রামে-২ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসন রেখে দেন।
সিলেট সদর আসনেও এরশাদের নির্বাচনের সম্ভাবনা রয়েছে বলে জাতীয় পার্টির একাধিক প্রেসিডিয়াম সদস্য জানিয়েছেন। বুধবার বিকেলে তিনি মনোনয়ন ফরম তুলবেন। বিকেল ৩টায় হুসেইন মুহম্মদ এরশাদের মনোনয়ন উত্তোলনের মাধ্যমে ফরম বিক্রির উদ্বোধন করা হবে জাতীয় পার্টি। ফরম বিক্রি চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। পার্টির বনানী কার্যালয়ে থেকে ২০ হাজার টাকা মূল্যে ক্রয় করা যাবে বলে জাতীয় পার্টি জানিয়েছে। ২৬ নভেম্বরের মধ্যে মনোনয়ন পত্র পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে জমা দিতে হবে। মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নেওয়া হবে ২৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত। মনোনয়ন প্রত্যাশীদের পার্টির চাঁদা পরিশোধ বাধ্যতামুলক করা হয়েছে। সবাইকে সাক্ষাতকারের পূর্বেই চাঁদা পরিশোধ করতে হবে। এদিকে সোমবার ঘোষিত জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ডের কলেবর বৃদ্ধি করা হয়েছে। নতুন ৩ সদস্য অন্তর্ভুক্ত করায় পার্লামেন্টারি বোর্ডের সদস্য সংখ্যা গিয়ে দাঁড়ালো ১১ তে। নতুন যাদের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে তারা হলেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খাঁন, কাজী ফিরোজ রশীদ ও জিয়াউদ্দিন আহমেদ বাবলু। পার্টি চেয়ারম্যান এরশাদ এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ এমপি, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ, গোলাম মোহাম্মদ কাদের এমপি, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, এম.এ সাত্তার ও মুজিবুর রহমান চুন্নু এমপি।
বাংলাদেশ সময়: ২৩:৪৩:১৫ ৪৩৬ বার পঠিত