মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৩
কারা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু
Home Page » সংবাদ শিরোনাম » কারা হেফাজতে বিএনপি নেতার মৃত্যুবঙ্গ-নিউজ ডটকমঃ কারা হেফাজতে শাহাবুদ্দিন (৬২) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
সোমবার রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। শাহাবুদ্দিন ঢাকা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ছিলেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের রক্ষী জাকারিয়া শাহাবুদ্দিনের মৃত্যুর বিষয়টি বঙ্গনিজকে নিশ্চিত করেন। এর আগে গত ৬ নভেম্বর হরতালে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় লালবাগ থানায় করা মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। নিহতের বড় ভাই শাহ আলম বঙ্গনিউজকে জানান, সোমবার রাতে শাহাবুদ্দিনের মৃত্যু হলে আমাদের পুলিশ কিছুই জানায় নি। পরে মঙ্গলবার দুপুর ২টার দিকে কারাগার কর্তৃপক্ষ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন, কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষীর সঙ্গে কথা বলে জানতে পারি, গত রাতে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার মৃত্যু হয় রাতে। তবে মৃত্যুর সংবাদটি এত পরে কেন জানানো হলো এ ব্যাপারে কিছুই জানায় নি পুলিশ। শাহ আলম বলেন, শাহাবুদ্দিন দীর্ঘ দিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। এজন্য তিনি বিএনপির নেতা হলেও কখনো হরতালে মিছিল মিটিংয়ে যেতেন না। তিন সন্তানের জনক শাহাবুদ্দিন চাঁদপুরের হাজীবাগের মৃত আব্দুল হাইয়ের ছেলে। বিএনপির রাজনীতির পাশাপাশি তিনি রাজধানীর পলাশী কাঁচাবাজার সমবায় সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩:০৩:৫৬ ৪০৯ বার পঠিত