মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৩
শিমুল বিশ্বাসের মুক্তি দাবিতে বৃহস্পতিবার সারা দেশে পরিবহন ধর্মঘটের ডাক
Home Page » জাতীয় » শিমুল বিশ্বাসের মুক্তি দাবিতে বৃহস্পতিবার সারা দেশে পরিবহন ধর্মঘটের ডাক
বঙ্গ নিউজ ডটকমঃ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী আজ বঙ্গ নিউজ ডটকমকে বলেন, সংগঠনের যুগ্ম সম্পাদক শিমুল বিশ্বাসের মুক্তি দাবিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সারা দেশে ধমঘট কর্মসূচি পালন করা হবে।তবে এর মধ্যে তাকে মুক্তি দিলে ধর্মঘট প্রত্যাহার করা হবে বলে জানান তিনি।
নির্দলীয় সরকারের দাবিতে আন্দেলনরত বিএনপি গত ৮ নভেম্বর তৃতীয় দফায় ৭২ ঘণ্টার হরতাল ঘোষণার পর শিমুল বিশ্বাসসহ দলের শীর্ষ পর্যায়ে পাঁচ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।
গত ৫ নভেম্বরের হরতালে কমলাপুরে হাতবোমা বিস্ফোরণ,পুলিশের ওপর হামলা এবং ২৪ সেপ্টেম্বরে মতিঝিলে আইডিয়াল স্কুল ও কলেজের সামনে গাড়ি ভাংচুরের দুই মামলায় তাদের আসামি করা হয়। বৃহস্পতিবার এই বিএনপি নেতাদের জামিন আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।শ্রমিক নেতা ওসমান আলী জানান, শিমুল বিশ্বাসের মুক্তি দাবিতে এর আগে ১৪ নভেম্বর উত্তরবঙ্গে পরিবহন ধর্মঘট ডাকা হয়। সে সময় সংগঠনের সভাপতি ও নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খানের আশ্বাসের প্রেক্ষিতে ওই কর্মসূচি স্থগিত করা হয়।
“কিন্তু আশ্বাস অনুযায়ী শিমুল বিশ্বাস মুক্ত না হওয়ায় বৃহস্পতিবার সারা দেশে ধর্মঘট পালন করা হবে,” বলেন তিনি।
সংগঠনের আরেক যুগ্ম সম্পাদক আব্বাসউদ্দিন বলেন, সব ধরনের যান চলাচল বন্ধ থাকলেও গণমাধ্যমের গাড়ি ও অ্যাম্বুলেন্স ধর্মঘটের আওতামুক্ত থাকবে
বাংলাদেশ সময়: ১৫:৫৭:৪৫ ৪৪২ বার পঠিত