সোমবার, ১৮ নভেম্বর ২০১৩
২২ নভেম্বর সারাদেশে বিএনপির বিক্ষোভ
Home Page » প্রথমপাতা » ২২ নভেম্বর সারাদেশে বিএনপির বিক্ষোভবঙ্গ-নিউজ ডটকমঃ মন্ত্রীসভা পুনর্গঠনের প্রতিবাদ, আটক নেতাকর্মীদের মুক্তি ও নির্দলীয় সরকারের দাবিতে সারাদেশে ২২ নভেম্বর শুক্রবার বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ১৮ দল।সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, সারাদেশের মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এছাড়া মির্জা ফখরুল জানান, বিরাজমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার নেতৃত্ব ২০ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করবেন।
বাংলাদেশ সময়: ২৩:২১:১৭ ৪০৪ বার পঠিত