সোমবার, ১৮ নভেম্বর ২০১৩
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নিহত ২
Home Page » সংবাদ শিরোনাম » গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নিহত ২বঙ্গ-নিউজ ডটকমঃ কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে রুমা আক্তার (২৫) নামে আরো এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এই নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো দুই জনে। সংঘর্ষ এখনো চলছে। সোমবার রাত পৌনে ৯টায় কাশিমপুর এলাকায় অবস্থিত চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বঙ্গনিউজকে ওই নারী শ্রমিক সহ দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। রুমাও জিএমএক্স কারখানার শ্রমিক বলে জানান তিনি। স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষে গুলিবিদ্ধ শ্রমিক রুমাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান। রাত সাড়ে ৮টার দিকে রুমার লাশ জিএমএক্স কারখানার সামনে এনে তার স্বামীর নিকট হস্তান্তর করা হয়। সূত্র বলছে, গুলিবিদ্ধ অনেক শ্রমিককে বিভিন্ন প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমাদের সাভার স্টাফ করেসপন্ডেন্ট ওমর ফারুক জানান, বিকেল ৪টায় এনাম মেডিকেলে গুলিবিদ্ধ অবস্থায় ১১ জন শ্রমিককে ভতি করা হয়। এর মধ্যে বাদশা নামের এক শ্রমিককে ডাক্তাররা মৃত ঘোষণা করেন। বাকি ১০জনের অবস্থাও আশঙ্কাজনক। সারদাগঞ্জ এলাকার জনৈক মনির হোসেন বঙ্গনিউজকে জানান, পুরো এলাকায় শ্রমিকরা তান্ডব চলাচ্ছে। রাস্তায় আগুন দিয়ে বিভিন্ন দোকানপাট ও স্থাপনায় লুট-পাট অগ্নিসংযোগ করছেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চেষ্টা করলেও কোনো লাভ হচ্ছে না। শেষ পর্যন্ত সারদাগঞ্জ এলাকায় ৪০/৫০ জন গুলিবিদ্ধ সহ শতাধিক শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে সাভারের এনাম মেডিকেলে নিহত শ্রমিক মো. বাদশা মিয়ার মরদেহ এখনো এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পড়ে রয়েছে। বাদশা জিএমএক্স কারখানার শ্রমিক বলে জানা গেছে। প্রসঙ্গত: সোমবার বিকাল সাড়ে ৪টা থেকে কাশিমপুর সারদাগঞ্জ এলাকায় ওই সংঘর্ষ শুরু হয়। পরে বিডিএল থেকে পাশবর্তী স্কয়ার গ্রুপে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বর্তমানে আপশাপাশের হাজার হাজার শ্রমিক আন্দোলনে যোগ দিয়েছেন। স্থানীয় সূত্র জানায়, ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় অবস্থিত ডিবিএল গ্রপের প্রতিষ্ঠান জিএমএক্স কারখানার শ্রমিকরা প্রতিষ্ঠানটি ভাঙচুরের চেষ্টা চালায়। এসময় পুলিশ ফাঁকা গুলি করলে শ্রমিকরাও ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে সৃষ্ট সংঘর্ষে গুলিবিদ্ধ ১১জন সহ শতাধিক শ্রমিক আহত হয়। এরপর শ্রমিকরা স্কয়ার গ্রুপে হামলা করলে পুলিশের সঙ্গে আবার সংঘর্ষ বাধে। রাত ৯টায় এই রিপোর্ট লেখার সময় কাশিমপুর ও কোনাবাড়ি এলাকায় বিচ্ছিন্নভাবে শ্রমিক-পুলিশ সংঘর্ষ চলছিলো।
বাংলাদেশ সময়: ২৩:১২:৩৬ ৩৯০ বার পঠিত