সোমবার, ১৮ নভেম্বর ২০১৩
জুনিয়র টেনিসে চ্যাম্পিয়ন সামিয়েল-লি ইয়াং
Home Page » খেলা » জুনিয়র টেনিসে চ্যাম্পিয়ন সামিয়েল-লি ইয়াংবঙ্গ-নিউজ ডটকমঃ আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় ২৭তম বাংলাদেশ আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের বালক একক ও বালক দ্বৈতের ফাইনাল খেলা রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। গতকালের বালিকা এককের ফাইনালে চাইনিজ তাইপের লি ইয়াং একক ও দ্বৈত উভয় ইভেন্টে চ্যাম্পিয়ন হয়ে দ্বি-মুকুট লাভ করে। বালক এককের ফাইনালে শীর্ষবাছাই যুক্তরাজ্যের সামিয়েল চৌধুরী ৬-৪, ১-৬, ৭-৬ গেমে চাইনিজ তাইপের চ্যাং টিনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বালিকা একক ফাইনালে চাইনিজ তাইপের লি ইয়াং ৬-২, ৬-৩ গেমে উজবেকিস্তানের ওমারভা কমলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বালক দ্বৈত ফাইনালে টিন চ্যাং ও চ্যাং সান কো (চাইরিস তাইপ) জুটি ৬-৩, ১-৬, ১০-৮ গেমে ভারতের বেল্লেকারী রবিকুমার ও সাহিল গাওয়ারি জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বালিকা দ্বৈতের ফাইনালে চাইনিজ তাইপের হানচি চ্যাং ও ইয়াং লি জুটি ৬-১, ৬-৩ গেমে উজবেকিস্তানের মিলিসা বাকিরোভা ও যুক্তরাষ্ট্রের লুসিনা রবিনস জুটি কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় বাংলাদেশ সহ মোট ২২ টি দেশ অংশগ্রহণ করে। অষ্ট্রেলিয়া, কানাডা, চীন, মিশর, যুক্তরাজ্য, হংকং, ইন্দোনেশিয়া, ভারত, জাপান, কাজাখস্তান, লিথুয়ানিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, ফিলিপাইনস, সিংগাপুর, শ্রীলংকা, সিরিয়া, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, যুক্তরাষ্ট্র, উজবেকিস্তান ও স্বাগতিক বাংলাদেশ থেকে মোট ৯৪ জন খেলোয়াড় (৬৪ জন বালক ও ৩০ জন বালিকা) অংশগ্রহন করেছে। খেলোয়াড়রা ঢাকার প্রতিযোগিতার পর রাজশাহীতে অনুষ্ঠিতব্য ‘রাজশাহী আন্তর্জঅতিক জুনিয়র টেনিস প্রতিযোগিতা ২০১৩, গ্রুপ-৫’ এ অংশগ্রহন করবে।
খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে ফেডারেশনের সহ-সভাপতি জনাব মোহাম্মদ আলী দ্বীন, সাধারণ সম্পাদক মো: আব্দুর রহমান ও ফেডারেশন এর কর্মকর্তারা উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।
বাংলাদেশ সময়: ২১:২৮:১৩ ৪২০ বার পঠিত