জুনিয়র টেনিসে চ্যাম্পিয়ন সামিয়েল-লি ইয়াং

Home Page » খেলা » জুনিয়র টেনিসে চ্যাম্পিয়ন সামিয়েল-লি ইয়াং
সোমবার, ১৮ নভেম্বর ২০১৩



tennis-bg20131118200935.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় ২৭তম বাংলাদেশ আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের বালক একক ও বালক দ্বৈতের ফাইনাল খেলা রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। গতকালের বালিকা এককের ফাইনালে চাইনিজ তাইপের লি ইয়াং একক ও দ্বৈত উভয় ইভেন্টে চ্যাম্পিয়ন হয়ে দ্বি-মুকুট লাভ করে। বালক এককের ফাইনালে শীর্ষবাছাই যুক্তরাজ্যের সামিয়েল চৌধুরী ৬-৪, ১-৬, ৭-৬ গেমে চাইনিজ তাইপের চ্যাং টিনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বালিকা একক ফাইনালে চাইনিজ তাইপের লি ইয়াং ৬-২, ৬-৩ গেমে উজবেকিস্তানের ওমারভা কমলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বালক দ্বৈত ফাইনালে টিন চ্যাং ও চ্যাং সান কো (চাইরিস তাইপ) জুটি ৬-৩, ১-৬, ১০-৮ গেমে ভারতের বেল্লেকারী রবিকুমার ও সাহিল গাওয়ারি জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বালিকা দ্বৈতের ফাইনালে চাইনিজ তাইপের হানচি চ্যাং ও ইয়াং লি জুটি ৬-১, ৬-৩ গেমে উজবেকিস্তানের মিলিসা বাকিরোভা ও যুক্তরাষ্ট্রের লুসিনা রবিনস জুটি কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় বাংলাদেশ সহ মোট ২২ টি দেশ অংশগ্রহণ করে। অষ্ট্রেলিয়া, কানাডা, চীন, মিশর, যুক্তরাজ্য, হংকং, ইন্দোনেশিয়া, ভারত, জাপান, কাজাখস্তান, লিথুয়ানিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, ফিলিপাইনস, সিংগাপুর, শ্রীলংকা, সিরিয়া, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, যুক্তরাষ্ট্র, উজবেকিস্তান ও স্বাগতিক বাংলাদেশ থেকে মোট ৯৪ জন খেলোয়াড় (৬৪ জন বালক ও ৩০ জন বালিকা) অংশগ্রহন করেছে। খেলোয়াড়রা ঢাকার প্রতিযোগিতার পর রাজশাহীতে অনুষ্ঠিতব্য ‘রাজশাহী আন্তর্জঅতিক জুনিয়র টেনিস প্রতিযোগিতা ২০১৩, গ্রুপ-৫’ এ অংশগ্রহন করবে।

খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে ফেডারেশনের সহ-সভাপতি জনাব মোহাম্মদ আলী দ্বীন, সাধারণ সম্পাদক মো: আব্দুর রহমান ও ফেডারেশন এর কর্মকর্তারা উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২১:২৮:১৩   ৪১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ